যাই খাচ্ছে, তাই বলছে ওয়াক থু! খাওয়ানোর পর পরই সবটা উগড়ে দিচ্ছে আপনার বাচ্চা? এই ভিডিও তবে আপনারই জন্য। রইল কিছু সহজ, সাধারণ টিপস আর বমি সারানোর টোটকা 👇…
যাই খাচ্ছে, তাই বলছে ওয়াক থু! খাওয়ানোর পর পরই সবটা উগড়ে দিচ্ছে আপনার বাচ্চা? অনেক মায়ের কাছেই এমন অভিযোগ শুনি, আপনি নতুন নন! বিভিন্ন কারণে খাওয়ার পরপরই বমি-বমি ভাব হতে পারে শিশুর। উদ্বিগ্ন হবেন না, ঘরোয়া ভাবে একটু যত্ন নিলেই এর থেকে নিরাময় সম্ভব। আজকের ভিডিও আপনারই জন্য। রইল কিছু সহজ, সাধারণ টিপস আর বমি সারানোর টোটকা!(Home Remedies to Cure Vomiting in Babies in Bengali)
#1. কারি-পাতা, মধু-লেবুর ঘরোটা টোটকা (Natural home remedy using curry leaves, honey, lemon)
১) ২০-২৫টা কারি-পাতা নিন
২) মিহি পেস্ট বানিয়ে ফেলুন
৩) ছাঁকনিতে ভালো করে ছেঁকে নিন
৪) রইল পড়ে রসটা খালি
৫) ১ চা-চামচ লেবুর রস মেশান
৬) ১ চা-চামচ মধু মেশান
৭) সব উপকরণ একসঙ্গে মিলিয়ে নিন
৮) বাচ্চাকে দিনে দু’বার দিন
#2. পুদিনা পাতা, আদা, লেবু-মধুর ঘরোয়া টোটকা (Natural home remedy using mint leaves, ginger, lemon & honey)
১) ২ চা-চামচ পুদিনা পাতার পেস্ট নিন
২) আধ চা-চামচ আদা বাটা মেলান
৩) ছাঁকনিতে ছেঁকে নিন
৪) রইল পড়ে রসটা খালি
৫) ১ চা-চামচ লেবুর রস মেশান
৬) ১ চা-চামচ মধু মেশান
৭) সমস্ত উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন
৮) দিনে দু’বার সমান পরিমাণে বাচ্চাকে দিন
#3. আরও টিপস (Some more tips)
১) বমির পর বাচ্চার মুখ ধুইয়ে দিন
২) বমি করলে অন্তত ২৪ ঘণ্টা কোনও দুগ্ধজাত খাবার দেবেন না
৩) জল খাওয়াতে থাকুন যাতে ডিহাইড্রেশন না হয়
৪) অল্প অল্প করে বারে বারে জল খাওয়ান