পাকা চুল কালো হবে, ট্রাই করো টোটকা

পাকা চুল কালো হবে, ট্রাই করো টোটকা

কারও ৩০ পেরোলেই আবার কারও বা ৩০ ঢোকার আগেই, উঁকিঝুঁকি দিতে শুরু করে রুপোলী রেখা। আয়নার সামনে দাঁড়িয়ে তন্বী মেয়েটির মনে হয় “তার বুঝি বয়স হয়ে গেলো।” কীসের কথা বলছি বুঝছেন? পাকা চুলের কথা বলছি। একরাশ ঘন কালো চুলের মাঝে ৪-৫ টা সাদা চুল আমাদের সব সারাদিনের মনখারাপের কারণ হিসেবে যথেষ্ট। পাকা চুল হওয়া মানেই কিন্তু বয়স হওয়া নয়; বংশগত কারণে, লিভারের জন্য বা নিছক চুলের গুণগত মানের জন্যই মাথায় অকালে দেখা দেয় পাকা চুল।
চুল রং করার ক্রিম বা ডাই বাজারে কোটিখানেক। কিন্তু, তারা যে কেমিক্যালে ভর্তি! যদি এমন কিছু করা যায় যে, ঘরোয়া ভাবেই রান্নাঘরের উপাদান থেকে পাকা চুল কালো তো হলই, আবার নতুন করে পাকা চুল হওয়ার প্রবণতাও কমলো; এর থেকে ভালো আর কিচ্ছুটি হয় না। দেখুন, একটা বয়সের পরে হয়তো আপনি বাধ্য হবেন একবার, দু’বার পার্লারে গিয়ে কালার করে আসতে, কিন্তু সেটা যতদিন ঠেকানো যায় আপনার চুলের জন্য ততই মঙ্গল। চুলের স্বাস্থ্যও ভালো হবে উপরি পাওনা হিসেবে।
নীচে ছবিতে ও কথায় সাজানো রইলো কতগুলো খুব কার্যকর ঘরোয়া টোটকা। পাকা চুল ঢেকে সেটা কালোও করবে আবার নতুন করে পাকা চুল হওয়াও আটকাবে। শুধু এই নয়, চুল পড়া কম করবে এবং চুলে চকচকে ভাব আনবে। এতকিছু একসাথে পাবেন এই ঘরোয়া হেয়ার প্যাকগুলো থেকেই।
যে কোনও ১ টা প্যাক বেছে নিন এবং ২-৩ মাস করুন। তফাৎ বুঝতে পারবেন। একসাথে সবকিছু ট্রাই করবেন না। এ ছাড়া মাইলড সালফেট ফ্রি শ্যাম্পু ব্যবহার করুন। প্রচুর জল খান, ডায়েটে রাখুন শাকসবজি, ডিম ও ফলমূল। চুল আপনার এমনিই দারুণ হবে!

পাকা চুল কালো হবে, ট্রাই করো টোটকা

#1. আলুর খোসা ফোটানো জল (Potato peel rinse)

উপকরণ:

  • ৫-৬ টা আলু ছাড়িয়ে তার খোসা
  • ২ কাপ জল
পদ্ধতি:
  • জলের মধ্যে আলুর খোসা ফেলে ফুটতে দিন
  • মিনিট পাঁচেক পরে বন্ধ করে জলটা ছেঁকে নিন
  • ঠাণ্ডা হতে দিন
  • শ্যাম্পু করার পরে ওই জলটা দিয়ে চুল ধুয়ে নিন
  • এরপর আর তক্ষুনি চুলে জল দেবেন না
  • সপ্তাহে ১-২ বার করুন

পাকা চুল কালো হবে, ট্রাই করো টোটকা

#2. নারকেল তেল ও কারি পাতা হেয়ার অয়েল (Curry leaves and coconut oil)
উপকরণ:

  • এক কাপ কারি পাতা
  • ৪ টে. চা খাঁটি নারকেল তেল
পদ্ধতি:
  • সসপ্যানে নারকেল তেল আর কারি পাতা একসাথে ফুটতে দিন
  • কালো মিশ্রণ তৈরি হওয়া শুরু হলে বন্ধ করে দিন
  • তেল ঠাণ্ডা হলে চুল ও স্ক্যাল্পে ম্যাসাজ করুন
  • এক ঘণ্টা পরে শ্যাম্পু করুন
  • সপ্তাহে ২-৩ বার লাগাবেন

পাকা চুল কালো হবে, ট্রাই করো টোটকা

#3. পাতিলেবুর রস ও নারকেল তেল (Lemon juice and coconut oil)
উপকরণ:

  • ১ টে চা পাতিলেবুর রস
  • ২ টে চা নারকেল তেল
পদ্ধতি:
  • উপকরণগুলি ভালো করে মিলিয়ে নিন
  • চুল ও স্ক্যাল্পে ভালো করে ম্যাসাজ করুন
  • আধঘণ্টা পরে শ্যাম্পু করে নিন
  • সপ্তাহে ২-৩ বার করুন

পাকা চুল কালো হবে, ট্রাই করো টোটকা

#4. আমলা, কফি ও হেনা প্যাক (Amla, coffee and henna pack)

উপকরণ:

  • ৩ চা চামচ আমলা পাউডার
  • ২ চা চামচ কফি পাউডার
  • ১-১.৫ কাপ হেনা পাউডার
  • অলিভ অয়েল ২ চা চামচ
পদ্ধতি:
  • সব উপকরণগুলি একটি কাঁচের বাটিতে ভালো করে মেলান
  • প্রয়োজনে ঈষদুষ্ণ জল দিয়ে মসৃণ পেস্ট বানিয়ে নিন
  • পুরো চুলে ভালো করে লাগান
  • এক ঘণ্টা পরে মাইলড শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন
  • মাসে ১ বার যথেষ্ট

পাকা চুল কালো হবে, ট্রাই করো টোটকা

#5. মেথি ও নারকেল তেল (Coconut oil and fenugreek seeds)

উপকরণ:

  • এক কাপ নারকেল তেল
  • আধা কাপ মেথি দানা
পদ্ধতি:
  • একটি পাত্রে নারকেল তেল ফুটতে দিন
  • তেল ফুটে এলে মেথি দানা দিয়ে দিন এবং ৮-৯ মিনিট ফোটান
  • তেল ঠাণ্ডা করে ছেঁকে নিন
  • রাতে পুরো চুল ও স্ক্যাল্পে ভালো করে ম্যাসাজ করুন
  • সকালে শ্যাম্পু করুন
  • সপ্তাহে ৩ বার করুন