ইউরিন ইনফেকশন হতে পারে ছোট্ট বাচ্চারও; আরাম দিতে কিছু ঘরোয়া পথ্য

ইউরিন ইনফেকশন হতে পারে ছোট্ট বাচ্চারও; আরাম দিতে কিছু ঘরোয়া পথ্য

কোলপোঁছা সন্তানটির শরীর খারাপ হলে কোন বাবা-মায়ের ভালো লাগে বলতে পারেন? পারলে ফুলের ঘা থেকেও বাচ্চাকে আড়াল করে রাখেন তাঁরা। কিন্তু শরীর থাকলে ব্যারাম থাকবেই। আর ছোট্ট বাচ্চাগুলোর ক্ষেত্রে তার ব্যতিক্রম তো নেই, বরং আড়ম্বর আছে। (Effective Home Remedies for Urine Infection in Kids)

নতুন দুনিয়ায় এসে শক্তপোক্ত হয়ে দাঁড়ানোর আগে বাচ্চাগুলো প্রায়ই নাজেহাল হয় জ্বর- সর্দি-পেটব্যথার দৌলতে। আরও একটি অসুখ যেন ওত পেতে থাকে ওদের ধরার জন্য; আর সেটা হল ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা সংক্ষেপে ইউরিন/ প্রস্রাব ইনফেকশন।

ছেলেদের তুলনায় মেয়েদের ওপরেই এর হম্বিতম্বি বেশি। শুধু ছোট বয়স নয়, সতর্কতা না নিলে সারাজীবন ধাপে ধাপে জ্বালিয়ে মারে এই ইউটিআই। বড়দের ওপর এর প্রকোপ নিয়ে আমরা আগেই প্রতিবেদন লিখেছি। আজকের প্রতিবেদন বাচ্চাগুলোর জন্য।

আহামরি সাংঘাতিক কোনও রোগ না হলেও, যথাসময়ে চিকিৎসা না করালে মারাত্মক হয়ে উঠতে পারে এই ইউটিআই। তাই সতর্ক থাকতে এর লক্ষণ, চিকিৎসা ও ঘরোয়া পদ্ধতিতে স্বস্তি সংক্রান্ত সবকিছু জেনে রাখুন এখনই।

 

ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন (urinary tract infection) কী?

আমাদের রেচন তন্ত্র দুটি কিডনি বা বৃক্ক, একটি ইউরিনারি ব্লাডার বা মূত্রথলি, দুটি ইউরেটার এবং ইউরেথ্রা বা মূত্রনালী নিয়ে তৈরি। এই রেচনতন্ত্রের মাধ্যমেই আমাদের শরীরে তরল বর্জ্য মূত্র হিসেবে দেহের বাইরে বেরিয়ে যায়। এই রেচনতন্ত্রের কোনও অংশে জীবাণুর সংক্রমণ হয়ে শরীরে যে অসুস্থতা দেখা দেয় তাকে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন (urinary tract infection) বা UTI বলা হয়। সংক্ষেপে আমরা একে ইউরিন ইনফেকশন বলে থাকি। রেচনতন্ত্রের যে কোনও এক বা একাধিক অংশ আক্রান্ত হয় এই UTI-এর প্রভাবে।

 

ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন (UTI-এর কারণ) (what Causes a Urinary Tract Infection in a Child?)

ছেলেদের চেয়ে মেয়েরাই কিন্তু বেশি পড়ে এই UTI-এর খপ্পরে। শুধু বড় বয়সে নয়, শিশু বয়স থেকেই মেয়েদের এই রোগ হওয়ার প্রবণতা বেশি হয়।

  • এর প্রধান মদতদাতা বা হেল্পিং হ্যান্ড হিসেবে কাঠগড়ায় দাঁড়াতে পারে মেয়েদের শারীরিক গঠন। মেয়েদের মূত্রনালীর দৈর্ঘ্য খুবই কম হওয়ায় আক্রমণকারী ব্যাকটেরিয়া খুব সহজেই হামলা করতে পারে রেচনতন্ত্রের অন্যান্য অংশের ওপর। ছেলেদের মূত্র নালীর দৈর্ঘ্য যেখানে ৮ ইঞ্চি, সেখানে আমাদের অর্থাৎ মেয়েদের মূত্র নালীর দৈর্ঘ্য মাত্র ১.৫ ইঞ্চি।
  • আবার মেয়েদের পায়ুছিদ্র ও মূত্র ছিদ্র খুব কাছাকাছি থাকে বলে পায়ু থেকেও ব্যাকটেরিয়া সহজেই পৌঁছে যেতে পারে মূত্র নালীতে। যেসব বাচ্চারা শারীরিক কোনও অসুস্থতার কারণে সঠিক ভাবে মূত্রত্যাগ করতে পারে না, তাদের ও এই ইনফেকশন হওয়ার আশঙ্কা প্রবল।
  • বাচ্চাদের ক্ষেত্রে অনেকসময় নিম্নমানের ডায়াপার থেকেও এই মূত্রনালির সংক্রমণ হতে পারে। নিম্নমানের ডায়াপার বাচ্চার পটি, হিসি শুষে নিতে সময় নেয় বা ঠিকমতো পারে না। এর থেকেও ক্ষতিকর ব্যাকটেরিয়া শরীরে ক্ষতি করার একটা মস্ত সুযোগ পেয়ে যায়। আবার বাচ্চার গোপনাঙ্গ নিয়মিত পরিচ্ছন্ন না রাখলেও ইউ টি আই বা ইউরিন ইনফেকশন হওয়ার আশঙ্কা থাকে।

 

আরও পড়ুন: কলিক খুবই স্বাভাবিক এক সমস্যা, আপনার পুঁচকের জন্য সমাধানও বাড়িতেই আছে

 

বাচ্চাদের ইউরিন ইনফেকশন হওয়ার মূল উপসর্গগুলি কী কী? (Symptoms of a Bladder Infection in Children)

বাচ্চারা যেহেতু তাদের শারীরিক অস্বস্তি মুখে বলে বোঝাতে পারে না। তাই, তাদের শরীরে কোনও বেগড়বাঁই হলে মা-বাবাকেই বুঝে নিতে হয়। আর এর জন্য প্রয়োজন যথেষ্ট সতর্কতার। বাচ্চার হাবভাবে কোনও পরিবর্তন বা অস্বস্তির ছাপ লক্ষ্য করলে তার কারণ অনুসন্ধান করতে হবে বড়দেরই।

  • ইউরিন করার সময় জ্বালা হবে। বাচ্চা একদম ছোট্ট হলে লক্ষ্য রাখুন ও ইউরিনের সময় কাঁদছে কি না।
  • বাচ্চা বারবার ইউরিনের জায়গায় হাত দেবে, চুলকাতে চাইবে।
  • সাধারণ দিনের তুলনায় বেশি বার প্রস্রাব করবে।
  • একটু বড় হলে ও বারবার বাথরুম যাবে বা প্রস্রাব করতে চাইবে কিন্তু করবে না।
  • প্রস্রাব বা ইউরিনের রঙে পরিবর্তন ও দুর্গন্ধ।
  • হঠাৎ রাতে বিছানা ভিজিয়ে ফেলা।
  • আচমকা জ্বর আসা। সর্দি হয়নি, দাঁত উঠছে না বা টিকাও নেয়নি, তা সত্ত্বেও বাচ্চার আচমকা জ্বর আসে, তা কিন্তু ইউ টি আই এর সিগন্যাল হতে পারে।
  • তলপেটে ব্যথা, বমি।

উপরোক্ত উপসর্গগুলির একটিও যদি বাচ্চার মধ্যে দেখা যায়, তা হলে ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করুন। ইউরিন টেস্ট বা ইউরিন কালচারের মাধ্যমেই বাচ্চা ইউটিআইতে আক্রান্ত কি না সেটা বোঝা যায়।

 

 

বাচ্চার ইউরিন ইনফেকশনের চিকিৎসায় কিছু ঘরোয়া উপায় (Effective Home Remedies For Urinary Infection in Kids)

  • প্রচুর পরিমাণে জল খাওয়ান বাচ্চাকে। ৬ মাসের বেশি বয়স হলে আনারস, ক্র্যানবেরি, ব্লুবেরির জ্যুস খাওয়াতে পারেন বাচ্চাকে। ক্র্যানবেরি জ্যুসকে UTI-এর প্রাকৃতিক ওষুধ বলতে পারেন। এই জ্যুস ব্যাকটেরিয়াকে ছড়াতে দেয় না আবার পলিফেনলের মতো অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে ব্যাকটেরিয়া নষ্ট তো বটেই, জ্বালা কমাতেও সাহায্য করে।
  • বাচ্চাকে প্রোবায়োটিক জাতীয় খাবার (Probiotics for UTI) এবং ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাওয়ান। ভিটামিন সি মূত্র থলির স্বাস্থ্য ভালো করে, ব্যাকটেরিয়া নষ্ট করে এবং ইউরিন ইনফেকশনের কারণে হওয়া অস্বস্তি কমায়।
  • একটা তোয়ালে গরম জলে ডুবিয়ে ভালো করে নিংড়ে নিয়ে বাচ্চার তলপেটে সেঁক দিন। (Treatment for Urine Infection in Child) বাচ্চার পেটে সেঁক দেওয়ার আগে নিজের কনুইয়ে তোয়ালে ঠেকিয়ে তাপমাত্রা পরীক্ষা করে নিন।
  • বাচ্চার গোপনাঙ্গ পরিষ্কার রাখুন। আরামদায়ক ঢিলেঢালা অন্তর্বাস পরুন, যাতে হাওয়া চলাচল করতে পারে। এতে ব্যাকটেরিয়া বংশবিস্তারে বাধা পায়।
  • বাচ্চার পায়ুছিদ্র পরিষ্কার করার সময় হাত পিছন থেকে সামনের দিকে অর্থাৎ মূত্র ছিদ্রের দিকে আনবেন না। এতে পায়ুছিদ্র থেকে ব্যাকটেরিয়া মূত্র ছিদ্রের সংস্পর্শে এসে মূত্র নালী আক্রমণ করতে পারে
  • কয়েকটা দিন বাচ্চাকে ডায়াপার পরাবেন না। ডায়াপারে পটি বা হিসি যাই হোক, শুষে নিতে একটু হলেও সময় লাগে। বাচ্চা যদি ইউটিআইতে আক্রান্ত হয়, কয়েকটা দিন ওকে কাপড়ের ন্যাপি পরান। নোংরা হলে সঙ্গে সঙ্গে পাল্টে দিন ও পরিষ্কার করে দিন ওকে।
  • ন্যাপি কাচার পরে তা খটখটে রোদে শুকিয়ে নেবেন। ভিজে ন্যাপি থাকলে তা ব্যাকটেরিয়াকে বংশবিস্তারের সুযোগ করে দেবে।
  • ভালো মানের হাইপোঅ্যালারজেনিক সাবান এবং কুসুম গরম জল দিয়ে ওকে স্নান করিয়ে দিন।
  • বাচ্চাকে বারবার প্রস্রাব করানোর চেষ্টা করুন। প্রয়োজনে হাত পরিষ্কার করে হাতে জল লাগিয়ে বাচ্চার মূত্রদ্বারে লাগিয়ে দিন। এতে বাচ্চা বেশি প্রস্রাব করবে। সাথে মিশিয়ে নিতে পারেন এক ফোঁটা নারকেল তেল। তবে তা যেন শরীরের ভিতরে না যায় সেদিকে খেয়াল রাখুন। (How to Get Rid of a UTI in 24 Hours)
  • শিশুকে ডাবের জল খাওয়ান।
  • বানিয়ে দিন শসার রস। আর কামড়ে খেতে শিখলে কচমচিয়ে খেতে দিন একটা গোটা শসা।
  • বাথরুম নিয়মিত পরিষ্কার করুন। বাচ্চা পটি সিটে অভ্যস্ত হলে পরিষ্কার রাখুন সেটিও।

 

বাচ্চার বয়স বুঝে ঘরোয়া পদ্ধতির প্রয়োগ করুন। ৬ মাসের নীচে বাচ্চার শরীরে কোনও অস্বস্তি বুঝলে কোনও টোটকা প্রয়োগ করবেন না, সত্ত্বর ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করুন। বাচ্চা একটু বড় হলে, প্রথম ২-৩ দিন ঘরোয়া পদ্ধতিতে যত্ন করে যদি উপকার না হয় বা জ্বর আসতে থাকে, ডাক্তারবাবুর পরামর্শ নিন। (Home Remedies for Urine Infection in Kids)

 

আরও পড়ুন: বাচ্চা কিন্তু কেঁদেই আপনার কাছে ওর আবদার বা অভিমান জানায়; কীভাবে বুঝবেন ওর কান্নার ভাষা?

 

একজন মা হয়ে অন্য মায়েদের সঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিতে চান? মায়েদের কমিউনিটির একজন অংশীদার  হয়ে যান। এখানে ক্লিক করুন, আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব।

null

null