চুলের যত্নে মধুর ৫ ঘরোয়া প্যাক

চুলের যত্নে মধুর ৫ ঘরোয়া প্যাক

আপনার চুল কি খুব ড্রাই হয়ে গেছে? নাকি হেয়ার ফলের জ্বালায় আপনার খুব খারাপ অবস্থা?
চিন্তা নেই, খুশকি-হেয়ার ফল, রাফনেস-চুলের আগা ফেটে পাওয়া—আপনার চুলের সব রকম সমস্যায় কিন্তু মধু দারুণ কাজে দিতে পারে!
চুলে মধু কেন লাগাবেন?
মধু কিন্তু ন্যাচারাল ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে। তাই আপনার চুলের ড্রাই হয়ে যাওয়া বা অন্যান্য সমস্যায় মধু আপনি অনায়াসে ব্যবহার করতেই পারেন। মধু আপনার চুলের ময়েশ্চারাইজারকে ধরেও রাখবে,আর আপনাকে সিল্কি, সফট আর শাইনি চুলের মালকিন করে তুলবে। তা ছাড়া চুলের বৃদ্ধি ঘটাতে আর মাথার স্ক্যাল্পকে হেলদি, ইনফেকশন ফ্রি রাখতে হলে মধু ব্যবহার করুন। (5 Honey Treatments for Dry and Damaged Hair)

চুলের যত্নে মধুর ৫ ঘরোয়া প্যাক

#1. গরম মধু আর অলিভ অয়েলের ট্রিটমেন্ট:চুলে মধু এমনি ব্যবহার করলে খুব চিটচিটে লাগতে পারে। তাই একে অলিভ অয়েলের সাথে মিশিয়ে লাগান। স্মুদ, শাইনি হেয়ার পেয়ে এই হেয়ার ট্রিটমেন্ট কিন্তু দারুণ কাজের।
উপকরণ:

  • ১/২ কাপ অরগ্যানিক মধু,
  • ১/৪ কাপ অলিভ অয়েল
পদ্ধতি:
  • মধু আর অলিভ অয়েল হালকা করে গরম করে নিন
  • মাথার স্ক্যাল্পে আর চুলে ম্যাসাজ করে লাগান
  • ২৫-৩০ মিনিট রেখে শ্যাম্পু করে নিন
  • সপ্তাহে ১দিন করুন। ড্রাই হেয়ারের সমস্যা হবে ভ্যানিশ

চুলের যত্নে মধুর ৫ ঘরোয়া প্যাক

#2. মধু,নারকেল তেল আর দইয়ের হেয়ার মাস্ক:এই হেয়ার মাস্ক আপনার চুলকে কন্ডিশনিং করতে দারুণ সাহায্য করে। কারণ দইতে থাকা ল্যাক্টিক অ্যাসিড আপনার স্ক্যাল্পকে পরিষ্কার রাখবে, আর এতে থাকা প্রোটিন আপনার চুলকে তার স্বাভাবিক পুষ্টির জোগান দিয়ে চুলকে শক্তিশালীও করবে। তা ছাড়া নারকেল তেলে থাকা একগুচ্ছ নিউট্রিয়েন্টস আপনার চুলকে শাইনি আর স্মুদ রাখে।
উপকরণ:

  • ২ চামচ টক দই
  • ১ ১/২ অরগ্যানিক মধু
  • ১/২ চামচ নারকেল তেল
পদ্ধতি:
  • বাটিতে দই,মধু আর নারকেল তেল মিশিয়ে নিন
  • স্ক্যাল্পে আর চুলে ভালো করে ম্যাসাজ করুন
  • ১৫ মিনিট মতো রেখে শ্যাম্পু করে নিন
  • উপকার পেতে সপ্তাহে ১ দিন করে করতেই পারেন

চুলের যত্নে মধুর ৫ ঘরোয়া প্যাক

#3. কলা আর মধুর হেয়ার প্যাক:আপনার স্ক্যাল্প খুব ইচি হলে, মানে চুলকানি ভাব থাকলে আপনি এই হেয়ার মাস্ক নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন।এটা আপনার চুলকে ময়েশ্চারাইজ করবে।
উপকরণ:

  • ১/২ কাপ অরগ্যানিক মধু
  • ২ টো পাকা কলা
  • ১/২ কাপ অলিভ অয়েল
পদ্ধতি:
  • সব উপকরণ একসাথে মিক্সিতে পিউরি করে নিন
  • তারপর ভালো করে মাথায় ম্যাসাজ করুন
  • মিনিট পনেরো রেখে ধুয়ে শ্যাম্পু করে নিন
  • দু সপ্তাহে ১ বার করুন। ফল পাবেন

চুলের যত্নে মধুর ৫ ঘরোয়া প্যাক

#4. মধু আর ডিমের প্রোটিন প্যাক:
আপনার চুল যদি খুব বেশ ড্রাই থাকে, তা হলে এই হেয়ার প্যাকটি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন। আপনার চুলে প্রয়োজনীয় প্রোটিনের পুষ্টির যোগান দিতে সাহায্য করে ডিম আর এতে থাকা বাদাম তেল আর মধু চুলকে কন্ডিশন করতে সাহায্য করে।
উপকরণ:

  • ১ টা ডিমের কুসুম
  • ১ চামচ মধু
  • ১ চামচ বাদাম তেল
পদ্ধতি:
  • বাটিতে সবকিছু ভালো করে মিশিয়ে নিন
  • চুলে ভালো করে ম্যাসাজ করে অ্যাপ্লাই করুন
  • ২০-২৫ মিনিট রেখে দিন
  • ঠান্ডা জলে মাথা ধুয়ে শ্যাম্পু করে ফেলুন
  • সপ্তাহে ২ দিন করে নিয়ম করে একমাস করেই দেখুন

চুলের যত্নে মধুর ৫ ঘরোয়া প্যাক

#5. মধু আর দুধের হেয়ার প্যাক:শুষ্ক চুলকে হাইড্রেট করতে কিন্তু এই হেয়ার প্যাকের জুড়ি নেই।
উপকরণ:

  • মধু ৩ চামচ
  • দুধ ৫ চামচ
পদ্ধতি:
  • মধু আর দুধ মিশিয়ে স্ক্যাল্পে আর চুলে মেখে নিন
  • ১৫ মিনিট পরে হালকা গরম জলে শ্যাম্পু করে নিন
  • সপ্তাহে একদিন করলেই উপকার পাবেন