সন্তান পৃথিবীর আলো দেখার পর থেকেই মায়ের চিন্তার যেন আর শেষ নেই। বাচ্চার বাড়- বৃদ্ধি ঠিকঠাক হচ্ছে তো, প্রয়োজনীয় পুষ্টি সে পাচ্ছে তো? এরকম হাজারো চিন্তায় মায়ের রাতের ঘুমই যেন উধাও হয়ে যাচ্ছে। ৬ মাস পর্যন্ত বাচ্চাদের যেহেতু বুকের দুধই একমাত্র সুষম খাবার, তাই এই কয়েকমাস হয়তো খাবার বা খাবারের পুষ্টিগুণ নিয়ে মাকে খুব বেশি চিন্তা করতে হয় না। কিন্তু যেই বাচ্চা বড় হতে শুরু করে বা তার জিভের স্বাদ বদলানোর নিত্যনতুন খেয়াল শুরু হয়, অনেক মায়েরাই বিব্রত হয়ে পড়েন। কী ধরনের খাবার বাচ্চাকে দিলে তার বাড়ন্ত বয়সের পুষ্টি সম্পূর্ণ হবে বা তার শারীরিক শক্তি বৃদ্ধি হবে, এই চিন্তায় গালে হাত পড়ে মায়েদের। এখানে একটা কথা বলি, সুষম খাবারের ধারণাটা ঠিক কী বা কোন খাবারের প্রয়োজন কোথায়, এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো একটু জেনে রাখলে অহেতুক চিন্তা করে বলিরেখা বাড়াতে হবে না আপনাকে।
আপনার কাজটা সহজ করে দিতেই সহজ কিছু রেসিপি বাতলে দিলাম আমরা। থাকল তার পুষ্টিগুণও। ঘুরিয়ে ফিরিয়ে বাচ্চাকে দিন। বাড়-বৃদ্ধিতে বাধা আসবে না কখনও।
#1. আয়রন সমৃদ্ধ গুড়-সুজির হালুয়া
(Jaggery And Sooji Halwa (Iron Rich))
উপকরণ (Ingredients):
#2. ভিটামিন-এ সমৃদ্ধ টমেটো স্যুপ
(Tomato Soup (Vitamin A Rich))
উপকরণ (Ingredients):
#3. ভিটামিন-সি ভরা পালং খিচুড়ি
(Spinach Khichdi Khichdi (Vitamin C Rich))
উপকরণ (Ingredients):
#4. ক্যালসিয়াম ভরা রাঙা আলুর প্যানকেক
(Sweet Potato Pancakes (Calcium Rich))
উপকরণ (Ingredients):
#5. প্রোটিন সমৃদ্ধ ডিম ভুজিয়া
(Egg Bhurji (Vitamin D Rich))
উপকরণ (Ingredients):
#6. ফাইবার ভরা ওটস-সবজি জাউ
(Oats-Vegetable Porridge (Fiber Rich))
উপকরণ (Ingredients):