আপনার ছানাটি মোটামুটি মাস আষ্টেকের হয়ে গেলেই জলখাবারে ওটস দিতে শুরু করুন ওকে। কেন? উত্তর একটাই, বাড়ন্ত বাচ্চার জন্য জলখাবার হিসেবে এর চেয়ে পুষ্টিকর কিছুই হতে পারে না। ফাইবার-সমৃদ্ধ, শর্করার গুণে ভরা এই ওটসই আপনার শিশুকে চনমনে, তরতাজা রাখবে দিনভর। ওটস থেকেই মস্তিষ্ক ও শরীর সচল রাখার সবটুকু এনার্জি পেয়ে যাবে ও। আর সবচেয়ে মজার বিষয় হল, এই ওটস রান্না করাটা কিন্তু মোটেই কোনও কঠিন কাজ নয়। ঘর-বাড়ি, ছানার দৌরাত্ম্য সামলেই চুটকিতে বানিয়ে ফেলতে পারবেন আপনি। সঠিক রেসিপিগুলো খালি জানা থাকলেই হলো!
#1. দই-ওটমিল (Curd Oatmeal)
উপকরণ (Ingredients):
পদ্ধতি (Method):- এক বাটি দইয়ে ওটস, গুড়/চিনি মিলিয়ে নিন।
- মিশ্রণটি নরম ও থকথকে হবে।
- স্বাদ বাড়াতে কিশমিশ মেলান।
- জলখাবারে দিন আপনার বাচ্চাকে।
#2. দুধ-ওটস জাউ (Milk-Oats Porridge)
উপকরণ (Ingredients):
- ওটস
- দুধ (ফরমুলা)- আধ লিটার
- ১ কাপ চিনি ও ভাঙা কাজু
- ঘী/মাখন- ১ টেবিল-টামচ
পদ্ধতি (Method):- সসপ্যানে ঘী/ মাখন দিয়ে গরম করে নিন।
- দুধ, চিনি, কাজু ঢেলে এবার ভালো করে নাড়াচাড়া করুন।
- মিশ্রণ থকথকে হলে ওটস মেলান।
- ৫ মিনিট ফুটতে দিন, পুরোটা গলে গেলে বাচ্চাকে খাওয়ান।
#3. ওটমিল প্যানকেক (Oatmeal Pancake)
উপকরণ (Ingredients):
- ওটস- ১ কাপ
- ডিম- ১টা
- জল/দুধ- দেড় কাপ
- ২ টেবিল-চামচ চিনি ও মাখন
পদ্ধতি (Method): - ওটস, ডিম, দুধ/জল, চিনি ভালো করে ফেটিয়ে নিন।
- মিশ্রণটি তৈরি হলে সসপ্যান গরম হতে বসিয়ে দিন।
- ১ টেবিল-চামচ মাখন দিয়ে প্যানকেকের আকারে মিশ্রণ ঢালুন তাতে।
- তৈরি হলে চকোলেট সিরাপ, জ্যাম বা মধু দিয়ে বাচ্চাকে দিন।
#4. ওটসের খিচুড়ি (Oats Khichdi)
উপকরণ (Ingredients):
- ওটস
- সবজি (বিনস, গাজর, মটরশুঁটি, আলু)
- অলিভ অয়েল, হলুদ গুঁড়ো- ১ চা-চামচ
- জল, লবণ (স্বাদমতো)
পদ্ধতি (Method):- সবজি ধুয়ে কুচি করে নিন।
- সসপ্যানে ১ টেবিল-চামচ অলিভ অয়েল, হলুদ গুঁড়ো দিয়ে সবজিগুলো আধ-সেদ্ধ করে নিন।
- ওটস, আধ-সেদ্ধ সবজি, জল-লবণ দিয়ে প্রেসার কুকারে বসিয়ে দিন।
- নামিয়ে ঘী/মাখন ছড়িয়ে বাচ্চাকে খাওয়ান!
#5.ওটস-সবজি জাউ (Vegetable-Oats Porridge)
উপকরণ (Ingredients):
- ওটস
- সবজি (গাজর, পেঁয়াজ, ব্রোকলি, বাঁধাকপি, মটরশুঁটি)
- অলিভ অয়েল
- লবণ (স্বাদমতো), জল- ১ গেলাস
পদ্ধতি (Method):- সসপ্যান গরম করে অলিভ অয়েল দিয়ে সবজিগুলো নাড়াচাড়া করে নিন।
- ৫-৭ মিনিট রান্না হতে দিন।
- আরেকটি প্যানে ওটস, লবণ, জল বসান। সবজিগুলো মিলিয়ে দিন তাতে।
- ১০-১৫ মিনিট রান্না হতে দিন। পরিবেশন করুন গরম গরম।