শিশুর প্রথম জন্মদিনের উপহার!

শিশুর প্রথম জন্মদিনের উপহার!

দেখতে দেখতে একটা বছর পার করে ফেলল এই সে-দিন কোলে আসা তুলতুলে ছোট্ট ছানাটা। এক বছর পূর্ণ হল তার, এক বছর পূর্ণ হল অভিভাবকত্বের। মা-বাবা হিসেবে এরই মধ্যে পারদর্শী হয়ে উঠেছেন আপনি ও আপনার সঙ্গী। একমাত্র সন্তানের ভালো-মন্দ সব কিছুই ঠোঁটস্থ হয়ে গেছে আপনাদের। সে কখন কী চায়, কী বোঝাতে চায় কথা না ফুটলেও আকারে-ইঙ্গিতেই পড়ে ফেলতে পারেন আপনারা। তার চোখের ভাষা দেখেই হয়তো বুঝেছেন জন্মদিনটাতেও স্পেশাল কিছু চাইছে আপনাদের আদরের কুচো!
আর সেটা বুঝেই প্রথম জন্মদিনটা স্মরণীয় করে রাখতে, স্পেশাল করতে তুলতে এলাহী আয়োজন করেছেন আপনারা। আত্মীয়স্বজন, পরিজন-বান্ধবে থিকথিক করছে ঘর। একরত্তিকে নিয়ে মাতামাতি সব্বার। এত্ত এত্ত উপহার এনেছে সব্বাই, খেলনা, জামা-কাপড়, মজার থালা-বাটি, গাড়ি, পুতুল, সাজগোজের জিনিস, সে আরও কত কী! এরই মাঝে আপনারা ভেবেই অস্থির, আপনারা তা হলে দেবেনটা কী! সব দরকারই তো মিটিয়ে দিয়েছেন নিমন্ত্রিতরা, আপনার জন্য তা হলে রইল পড়ে কী!
আপনি ও আপনার সঙ্গীর মনের দ্বন্দ্ব দূর করতেই আজকের পোস্ট! আপনার ছানার প্রথম জন্মদিনে মা-বাবা হিসেবে ব্যতিক্রমী কী দিতে পারেন আপনারা, তারই লিস্ট ছকে দিলাম এখানে।

শিশুর প্রথম জন্মদিনের উপহার!

#1. বই (Books):
ছোট্ট সোনার প্রথম জন্মদিনে উপহার হিসেবে বই বেশ বেমানান লাগছে, তাই তো? না, মোটেই বেমানান নয়। এই সময় থেকেই গপ্পো শোনার অভ্যাস ওর মস্তিষ্কের বিকাশ করবে, বই-পত্তরের প্রতি ঝোঁক তৈরি করবে!

শিশুর প্রথম জন্মদিনের উপহার!

#2. খেলনা (Learning Educational Toys):
রং-বেরঙের সংখ্যা বা অক্ষরের ব্লক শিশুর জ্ঞান বিকাশে খুবই উপকারী। প্রথম জন্মদিনে এটাই তাই হতে পারে আদর্শ উপহার। মজার খেলা খেলতে খেলতেই আপনার শিশুর প্রাথমিক পাঠও শুরু হয়ে যাবে…

শিশুর প্রথম জন্মদিনের উপহার!

#3. নকল বাজনা (Musical Toy Instruments):
সুর ভালোবাসে না, এমন কেউই নেই। আপনার শিশুরও মিঠে সুর বড়ই পছন্দ। ওকে খেলনা পিয়ানো, খেলনা গীটার কিনে দিন। এগুলোই যদি ধ্যান-জ্ঞান হয়ে ওঠে, জানবেন বেজায় গুণী হবে ও!

শিশুর প্রথম জন্মদিনের উপহার!

#4. দোলনা (Swings):
শিশু থেকে বাড়ন্ত বাচ্চা হওয়ার সন্ধিক্ষণে দোলনাও কাজে লাগে ভারি। দোলনার হাতল ধরতে ধরতেই শক্ত করে কিছু পাকড়ে থাকা শিখে যাবে ও। আগু-পিছু দুলতে দুলতে বিকাশ ঘটবে ওর মোটর স্কিলেরও!

শিশুর প্রথম জন্মদিনের উপহার!

#5: সঞ্চয় (Savings for Future):
শিশুর বেড়ে ওঠায় উপযোগী উপহার অনেক কিছুই জানা গেল। এবার তবে আগামী জীবনের কথা ভাবা যাক। প্রথম জন্মদিন থেকেই শিশুর জন্য অর্থ সঞ্চয় শুরু করে দিন। বড় হয়ে পড়াশোনায় কাজে লাগবে ওরই।