মোটর স্কিলের বিকাশে বাচ্চার খেলনা ও খেলা

মোটর স্কিলের বিকাশে বাচ্চার খেলনা ও খেলা

বাড়ন্ত বাচ্চার মোটরস্কিল বা বিচক্ষণতার বিকাশে শুরুর দিকে এগিয়ে আসতে হবে আপনাকেই। সে ওর খেলনাপাতি হোক বা খেলনার ধরন। সতর্ক ভাবে বেছে নিতে হবে সব কিছুই। খেলতে খেলতেই যে বিকাশ হবে ওর হাত-পা-মাথা একসঙ্গে কাজ করার ক্ষমতা, বিকাশ হবে ওর বুদ্ধি, মেধা , বিকাশ হবে ওর সার্বিক মোটর স্কিলের। বাচ্চা মোটামুটি বছর খানেকের হলে কী কী ধরনের খেলনা ও খেলায় উৎসাহ দেবেন ওকে, তারই চেকলিস্ট থাকল এখানে।

মোটর স্কিলের বিকাশে বাচ্চার খেলনা ও খেলা

#1. খেলনা মাটির মজার খেলা (Play-Dough and Putty)
প্লে-ক্লে’র হদিস নিশ্চয় জানেন। আপনার বাড়ন্ত বাচ্চাটির মোটর স্কিল, বিচক্ষণতার বিকাশে এবার তারই সাহায্য নিন। প্লে-ক্লে মেখে, মুচড়ে, পেঁচিয়ে, বেঁকিয়ে সাপ, পোকা বানাতে বলুন ওকে। শিখিয়ে দিন কাঁচির ব্যবহারও!

মোটর স্কিলের বিকাশে বাচ্চার খেলনা ও খেলা

#2. আঁকি বুকি করি (Painting)
আঁকি বুকি, রং মেলান্তির মাধ্যমেই হাত-চোখের মধ্যে সমন্বয় বাড়বে পুঁচকের। কোনও কিছু ধরতে শিখবে ও। সেই সাথে
ফিংগার-পেন্টিং মানে আঙুলে রং নিয়ে খেলতেও উৎসাহ দিন ওকে। হাতের ওপর নিয়ন্ত্রণ বাড়বে এতে।

মোটর স্কিলের বিকাশে বাচ্চার খেলনা ও খেলা

#3. স্পঞ্জ আর জল ছপছপ (Playing With Sponges)
এর জন্য দুটো বাটি, নতুন একখান স্পঞ্জ আর খানিকটা জল লাগবে আপনার। একটা বাটিতে জল ভরুন, অপরটা খালি রাখুন। স্পঞ্জে জল নিয়ে চিপে চিপে খালি বাটি ভরতে বলুন বাচ্চাকে। কবজি-হাত শক্ত হবে এতে।

মোটর স্কিলের বিকাশে বাচ্চার খেলনা ও খেলা

#4. চাল বাছার দৌড় (Rice Races)
এখানেও বাটি লাগবে দুটো। সাথে খানিকটা চাল, একটা চিমটে। একটা বাটিতে চাল ঢালুন, চিমটে করে তুলে অন্য বাটি চাল ভরতে শেখান ছোট্ট সোনাকে। সময় বেঁধে দিন, এভাবেই নির্দিষ্ট সময় কাজ শেষ করার অভ্যাস তৈরি হবে ওর।

মোটর স্কিলের বিকাশে বাচ্চার খেলনা ও খেলা

#5. থই পাবে জল খেলায় (Water Play)
দুটো কাপ নিন। একটায় অর্ধেক জল ভরুন, খালি রাখুন অপরটা। আকর্ষণ বাড়াতে রঙিন জলও ব্য়বহার করতে পারেন। ড্রপারে করে এবার জল তুলে খালি কাপ ভরতে শেখান গুবলে ছানাকে। এভাবেই আঙুলের গ্রিপ শক্ত হবে ওর।

মোটর স্কিলের বিকাশে বাচ্চার খেলনা ও খেলা

#6. বাগানে মজিলে মন…(Gardening and Planting)
মোটির স্কিলের বিকাশে মাটি খোঁড়া, গাছ লাগানোর মতো ভালো বোধহয় কিছুই হয় না। ছোট্ট গাছের রোপণ, বা বীজ ছড়ানোয় বাচ্চার হাত-চোখের সমন্বয় বাড়বে। খুরপি ধরে, উপুর হয়ে বসে মাটি কুপিয়ে শক্ত হবে হাত-পায়ের পেশীও।