দেবাদিত্য এমনিতেই একটু বাতিকগ্রস্ত। কোনও বিষয়ে কোনও সমস্যা না-থাকলেও, হাত না-ধুয়ে খাবারের টেবিলে হাত দেওয়া যাবে না, স্নান না-করে বিছানায় ওঠা যাবে না—এমন নানা রকম বাতিক আছে ওর। এক কথায় দেবাদিত্যকে শুচিবাইগ্রস্ত বলাই যায়। এই পিটপিটে স্বভাবটা আরও বেড়ে যায় ওর ছয় মাসের কন্যা সন্তান পিপলির প্রসঙ্গ উঠলেই।
শুধু সাবানে হবে না, তারপর হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার না-করে কেউ পিপলিকে ধরতে পারবে না, ওকে কোলে নিতে পারবে না। দেবাদিত্যর একটাই ভয়, যদি পিপলির ইনফেকশন হয়ে যায় (Common Baby Infections)! তাই সবেতেই বাড়াবাড়ি।
এর মধ্যেই হঠাৎ একদিন পিপলির জ্বর। সে তো বাচ্চাদের জ্বর হতেই পারে। কিন্তু তার সঙ্গে ডানহাতের তালুর উল্টো পিঠ পিপলি ক্রমাগত ডানকানে ঘষছে। দেবাদিত্যর ছোটবেলার বন্ধু ধীমান পেশায় ডাক্তার (Sisur Sonkromon)। সঙ্গে সঙ্গেই ফোন গেল তার কাছে। ধীমানের মত, পিপলির হয়তো কানে কোনও ধরনের ইনফেকশন হয়েছে (Bacterial Infection in Child Symptoms)।
ব্যস! বাড়িশুদ্ধ লোকের রক্ষে নেই। কেউ নিশ্চয়ই পরিষ্কার না-হয়ে পিপলিকে ধরেছিল! তাই এই ইনফেকশন। দেবাদিত্যর আক্রমণ থেকে রক্ষা পাচ্ছে না তার স্ত্রী পায়েলও। জটিল পরিস্থিতিতে ওই দিন বিকেলেই দেবাদিত্য আর পায়েল ছুটল শিশুস্বাস্থ্য-বিশেষজ্ঞের চেম্বারে (Baby Virus Symptoms)।
চিকিৎসকের কথায় কিছুক্ষণের মধ্যেই পরিষ্কার হল, শিশুদের প্রচণ্ড আগলে রাখলেও তাদের নানা কারণে ইনফেকশন হয়ে যেতেই পারে। প্রচণ্ড পরিচ্ছন্ন থেকেও সব সময় তা এড়িয়ে চলা সম্ভব নয়। আর পিপলির যা হয়েছে, তা-ও খুব সাধারণ এক ইনফেকশন। বহু শিশুরই হয়। এবং এটা মোটেও ছোঁয়াচে নয়। তাই অন্য কারও থেকে এই জীবাণু এসে পিপলির কানে ঢুকেছে এমন ভাবার কারণ নেই।
এরপরই ডাক্তারবাবু দেবাদিত্য আর পায়েলকে বুঝিয়ে দিলেন, বাচ্চারা ঠিক কোন কোন ধরনের ইনফেকশনে মাঝে মধ্যেই আক্রান্ত হয়ে পড়ে। আরও বড় কথা কোন কোন পথে এই জীবাণুরা বাচ্চাদের আক্রমণ করে, সেটাও জানালেন তিনি (Viral Infections in Toddlers)। আপনারা, যাঁরা সদ্য বাবা-মা হয়েছেন, বা যাঁদের বাড়িতে ছোট শিশু রয়েছে, তাঁরাও মিলিয়ে দেখে নিতে পারেন এই তালিকা।
প্রথমে দেখে নেওয়া যাক,
কোন কোন রাস্তায় বাচ্চাদের মধ্যে ইনফেকশন ছড়ায় (How infection spreads among kids)
এবার দেখে নেওয়া যাক,
বাচ্চাদের মধ্যে সবচেয়ে বেশি মাত্রায় কোন কোন ইনফেকশন বা সংক্রমণ দেখা যায় (Common Baby Infections you must know about)
#1. সাধারণ ঠান্ডা লাগে: অল্প জ্বর, সর্দি, নাকবন্ধ, হাঁচি, কাশি, গলায় ব্যথা—এ সবই সাধারণ জ্বরের লক্ষণ। শিশুদের মধ্যে অহরহ এই ইনফেকশন দেখা যায় (Bacterial Infections in Babies and High Fever)। এতে শিশুর খিদে কমে যেতে পারে।
#2. ব্রংকিওলাইটিস: সাধারণত এক বছরের কম বয়সি শিশুদের ক্ষেত্রে এই সমস্যা বেশি হয়। জ্বর, সর্দি, কাশি, গলাব্যথা—এর প্রধান লক্ষণ।
#3. ইনফ্লুয়েনজা: জ্বর, সর্দি, ঠান্ডা লাগা তো আছেই (Overview of Viral Infections in Children)। তার সঙ্গে এই ইনফেকশনে অনেক শিশুরই মাথা যন্ত্রণা শুরু হয়। পাশাপাশি তাদের খিদে চলে যায়।
#4. গলা ফোলা: এক্ষেত্রে শিশুদের গলার ভিতর ফুলে যায়। অল্প জ্বর হতে পারে। সারা গায়ে শিরিস কাগজের দানার মতো লাল-লাল চুলকানি হতে পারে।
আরও পড়ুন ঃ বাচ্চার ভাইরাল ইনফেকশনে যত্ন নেবেন কীভাবে?
#5. পারভো: এক্ষেত্রে গালে লাল ফুসকুরি বেরোয়। তারপর কয়েক দিনের মধ্যে তা সারা গায়ে ছড়িয়ে পড়ে। শিশু খুব অসুস্থ হয় না (Common Infections and Your Child)।
#6. কানে সংক্রমণ: কানে ব্যথা। সঙ্গে জ্বর। কোনও কোনও শিশুর কান থেকে ফ্লুইড-ও বেরোয়।
#7. মোলাস্কাম: শিশুর সারা গায়ে ছোট ছোট ফুসকুরি তৈরি হয়। গোলাপি রঙের এই ফুসকুরির সংখ্যা ২০-র আশেপাশে হতে পারে। তবে অনেক শিশুর শত খানেকও হয়। এর ভিতরে সাদা ঘণ ফ্লুইড থাকে। এগুলি চুলকায়।
#8. লাল চোখ: চোখ লাল হয়ে যায়। চুলকাতে থাকে। শিশুর দেখতে সমস্যা হয় (Infection in Newborn Babies)।
#9. পেটের সংক্রমণ: এক্ষেত্রে ভয়ানক পেটের গণ্ডগোল দেখা যায়। শিশুর খিদে একেবারে কমে যায়। জ্বরও হতে পারে।
#10. চর্মদল: খুবই কমন একটি সংক্রমণ। শিশুর নাকের নীচে বা মুখের চারপাশে লালচে রঙের ছোট ছোট ফোসকার মতো দেখা যায় (Detecting Bacterial Infections in Babies)। ভিতরে তরল পদার্থ থাকে।
শিশুর যে কোনও ইনফেকশনেই চিকিৎসকের কথা বলাটা জরুরি (Common Baby Infections)। তবে এটাও মনে রাখা দরকার, অনেকগুলো ইনফেকশনই শিশুকে পরবর্তী সময়ে রোগ প্রতিরোধ করার জন্য প্রস্তুত করে। তাই ছোট্ট সোনাকে পরিবেশ থেকে খুব দূরে দূরে না-রেখে, তাকে এর মধ্যেই বাড়তে দিন। সে হয়ে উঠবে সুপার-সোনা।
আরও পড়ুনঃ বাচ্চার ঠান্ডা লাগার ধাত? ঘরোয়া খাবারেই সমাধান আছে সাধারণ সর্দি-জ্বর, খুশখুশে কাশির
একজন মা হয়ে অন্য মায়েদের সঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিতে চান? মায়েদের কমিউনিটির একজন অংশীদার হয়ে যান। এখানে ক্লিক করুন, আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব।
null
null