ছোট-বড় সবাইকেই আক্রমণ করে জলবসন্ত বা চিকেন পক্স। এটি খুবই ছোঁয়াচে এক রোগ। এ রোগে বাচ্চারা বেশি আক্রান্ত হয়। এক সপ্তাহ বা তার বেশি সময় ধরে অস্বস্তিকর অবস্থা থাকে। প্রথমে সামান্য জ্বর হতে পারে, এরপর ফোসকা পড়ে, চুলকানি হয়। অবশেষে ফোসকা থেকে শুকনো মরা চামড়া উঠে আসে। এ রোগের লক্ষণ হলো গায়ে প্রচণ্ড জর, সেই সাথে হাত-পা-সহ শরীরের বিভিন্ন অংশে ফোসকার উপক্রম। সাধারণত একটু সচেতন থাকলে কয়েক দিনেই ভালো হয়ে যায়। কিন্তু ত্বকের দাগ থেকে যেতে পারে দীর্ঘদিন।
বাচ্চাদের শরীরে দ্রুত জটিলতা দেখা দেয়, প্রথমেই তাই চিকিৎসকের পরামর্শ নিন। রোগ সম্পর্কে বিশদে জেনে নিন এখানে।
#1. জলবসন্ত বা চিকেনপক্স কী? (Chickenpox basics)
অত্যন্ত সংক্রামক রোগ, যা ভেরিসেলা জোস্টার ভাইরাস থেকে ছড়ায়। গরম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে এ ভাইরাসের দৌরাত্ম্য বাড়ে। ছোট-বড়, সবাই এ রোগে আক্রান্ত হতে পারেন। তবে বাচ্চাদের মধ্যে আক্রান্তের হার বেশি!
#2. কীভাবে ছড়ায়? (How it spreads)
আক্রান্তের ঘনিষ্ঠ সংস্পর্শ, হাঁচি-কাশি, ব্যবহৃত জিনিসপত্তর থেকে এ রোগ ছড়ায়। তাই যতদিন না জলবসন্ত পুরোপুরি শুকিয়ে যাচ্ছে, ততদিন থাকতে হবে বাড়তি সচেতন!
#3. কীভাবে বুঝবেন জলবসন্ত? (Chicken pox symptoms)
শুরুর দিকে শরীর ম্যাজম্যাজ, হাতে-পায়ে ব্যথা সেই সাথে অল্প সর্দি-কাশি। এগুলোই রোগের পূর্বলক্ষণ। এরপর ধুম জ্বরের সাথে শরীরময় জলভরা ঘামাচি উঠবে। খুব দ্রুত দুর্বল হয়ে পড়বে শরীর।
#4. সাধারণ চিকিৎসা (Medical treatment)
ভাইরাস ঘটিত এ রোগে বিশেষ কোনও ওষুধের প্রয়োজন হয় না। জ্বর কমানোর ওষুধ খেলে ও নিয়ম মেনে চললে ১০-১৫ দিনেই ভালো হয়ে যায়। শরীর সতেজ রাখতে পর্যাপ্ত জল খান, ভিটামিন ও মিনারেলযুক্ত খাবার রাখুন ডায়েটে।
#5 ঘরোয়া প্রতিকারের পথ (Home remedies)