কোন কোন পরিস্থিতিতে কার সিট-ই সম্পূর্ণ নিরাপত্তা দেয় আপনার বাচ্চাকে

কোন কোন পরিস্থিতিতে কার সিট-ই  সম্পূর্ণ নিরাপত্তা দেয় আপনার বাচ্চাকে

হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর বাচ্চাকে নিয়ে প্রথম বাইরে যাওয়া মানে সেই হাসপাতালেই যাওয়া! না, আমরা কোনও অসুখ-বিসুখের কথা বলছি না। বলছি, নিয়মমাফিক টিকাকরণের কথা। ছোট্ট শিশুকে সঙ্গে নিয়ে কোথাও যাওয়া সহজ কথা নয় মোটেই। একে তো ওকে সামলানো, তার চেয়েও বড় ভাবনা বাচ্চার বেড়ানোও যাতে হয় আরাম ও স্ফূর্তির।
সব দিক মাথায় রেখে তাই একটা কার সিট কিনে ফেলতে পারেন আপনি। যতই ছোট, হালকা হোক বাচ্চাকে সবসময় কোলে রাখা সত্যিই সম্ভব হয় না। সে ক্ষেত্রে কার সিট-ই সবচেয়ে সেরা পছন্দ হতে পারে।
এতে আপনার সোনা মায়ের গন্ধ পাবে না ঠিকই, কিন্তু আরাম পাবে মায়ের কোলের মতোই। আর কী কী ভাবে কাজে আসতে পারে কার সিট, বিশদে জেনে নিন এখানে।

কোন কোন পরিস্থিতিতে কার সিট-ই  সম্পূর্ণ নিরাপত্তা দেয় আপনার বাচ্চাকে

#1. গাড়িতে যাতায়াতে সুরক্ষা:
কার সিট-ই গাড়িতে করে আসা-যাওয়ায় সম্পূর্ণ নিরাপদে রাখে আপনার ছটফটে বাচ্চাটিকে। দুমদাম দুর্ঘটনা আর তা থেকে চোট-আঘাতের হাত থেকে রক্ষা করে কচিকাঁচাদের।

কোন কোন পরিস্থিতিতে কার সিট-ই  সম্পূর্ণ নিরাপত্তা দেয় আপনার বাচ্চাকে

#2. আসা-যাওয়াতে আরামে ঘুম:
বাচ্চার ঘুম পেলে আর একটানা কোলে রাখতে হবে না। কার সিটেও নিজের পছন্দমতো পজিশনেই ঘুমাতে পারবে ছানা,
মায়ের কোলের মতোই নরম আরামও পাবে।

কোন কোন পরিস্থিতিতে কার সিট-ই  সম্পূর্ণ নিরাপত্তা দেয় আপনার বাচ্চাকে

#3. মায়ের হাত দু’খানি মুক্ত:
গাড়িতে কার সিট থাকলে বাচ্চাকে নিয়ে নিজেই ড্রাইভ করতে পারবেন আপনি। অথবা ওকে পেছনের সিটে নিশ্চিন্তে রেখে সঙ্গীর সঙ্গে উপভোগ করতে পারবেন লং ড্রাইভ!

কোন কোন পরিস্থিতিতে কার সিট-ই  সম্পূর্ণ নিরাপত্তা দেয় আপনার বাচ্চাকে

#4. লাভল্যাপ কার সিট-এর গুণাগুণ:
ড্রাইভিং-এর সময়ে লাভল্যাপ কার সিট-ই দেখভাল করে আপনার বাচ্চার। আপনার অনুপস্থিতিতে আপনার কোলের মতোই নরম, আরামের অনুভূতি দেয় ওকে।

  • বাড়তি সুরক্ষার জন্য ‘সেফটি বেল্ট হারনেস’
  • সহজেই খোলা যাবে সিট, কাচা যাবে মেশিনে
  • সিটে বসা বা শোওয়া, অ্যাডজাস্ট হবে সহজে
  • বাচ্চার সুরক্ষার প্রশ্নে সম্পূর্ণ নিরাপদ