কর্কটরোগ বা ক্যানসারের ১০টি প্রাথমিক লক্ষণ; সতর্ক হোন সময় থাকতেই!

কর্কটরোগ বা ক্যানসারের ১০টি প্রাথমিক লক্ষণ; সতর্ক হোন সময় থাকতেই!

দেখুন, প্রতিবেদনের নাম শুনে ঘাবড়ে যাবেন না। আপনাকে সুস্থ অবস্থায় বিব্রত করা বা অহেতুক ভয় দেখানো কোনও টাই কিন্তু আমাদের উদ্দেশ্য নয়। আমাদের ইচ্ছে শুধু আপনাকে সময় থাকতে সতর্ক করা।

এত কথা, এত সতর্কতার কথা কেন বলি জানেন? কারণ মেয়ে হিসেবে আপনি বা আপনারা নিজের প্রতি বড্ড অগোছালো। স্বামী বা সংসার যেভাবে তুলোয় করে মুড়ে যত্ন করেন; নিজের শরীরের ওপর তার ছিটেফোঁটাও দিতে পারেন না অনেকসময়ই। সেজন্যই, যখন বড় কোনও অসুখ বাধিয়ে ফেলেন, তখন আর কিছু করার থাকে না। (Cancer Symptoms Women Shouldn’t Ignore)

জানেন কি, আমাদের দেশে ক্যানসারের মতো প্রাণঘাতী রোগের কবলে পড়ে মেয়েরা অকালে মারা যায়; তার গৌণ কারণ রোগ হলে মুখ্য কারণ অবহেলা! চিকিৎসাব্যবস্থা এতটাই এগিয়ে গেছে যে, এখন ক্যানসারের মতো অসুখও সারিয়ে স্বাভাবিক জীবনে ফেরা যায়; যদি অসুখের প্রথম ধাপেই তা ধরা পড়ে ও চিকিৎসা শুরু হয় (Cancer Symptoms You Shouldn’t Ignore)।

তাই বারবার বলছি, নিজের শরীর যদি কোনও ভাবে অদ্ভুত ও অস্বাভাবিক কোনও সিগন্যাল পাঠায়; তা কিন্তু অবহেলা করবেন না। শরীরের কোনও অস্বাভাবিক আচরণ মানেই তা ক্যানসারের প্রাথমিক লক্ষণ নয় এটাও যেমন সত্যি; আবার সাবধানের মার নেই এই কথাটাও সত্যি (Early Cancer Warning Signs)!

আপনার শরীরে যাই অসুবিধা হোক; ডাক্তারবাবুর পরামর্শ নিলে তার কারণ জেনে চিকিৎসা তো করাই যায় তাই না? তাতে সবসময় খারাপ রোগই হতে হবে তার মানে নেই। আর রোগ যত না খারাপ, তাকে আরও প্রশ্রয় দিয়ে মাথায় তোলে আপনাদের অবহেলা আর লজ্জা।

নিজের শরীরকে বুঝুন, তার অস্বস্তির ইঙ্গিতগুলো বুঝুন। সময় থাকতে সতর্ক হলে নিজেও বাঁচবেন আর অন্যকেও বাঁচাবেন। জ্বর-সর্দি না হয় পাত্তা দিলেন না, কিন্তু শরীরে কোন কোন লক্ষণ দেখা দিলে তৎক্ষণাৎ সজাগ হবেন (Cancer Symptoms Women Are Likely to Ignore) এবং ডাক্তার দেখাবেন; প্রতিবেদনে পড়ে নিন সেগুলোই।

 

কোন কোন উপসর্গ হতে পারে মহিলাদের ক্যানসারের প্রাথমিক লক্ষণ (Gynecologic Cancer Symptoms Women Shouldn’t Ignore) 

#1. অস্বাভাবিক ভ্যাজাইনাল ব্লিডিং (Abnormal Vaginal Bleeding): পিরিয়ডসের সময় ব্লিডিং হওয়া যতটা স্বাভাবিক, অন্য সময় বা অসময়ে এই ব্লিডিং কিন্তু ততটাই অস্বাভাবিক এবং খতরনাক। যে সমস্ত মহিলার মেনোপজ হয়ে গেছে, তাদের যদি কোনও কারণে আবার ব্লিডিং হয়; তা হলে তার স্থায়িত্ব দু’দিন হোক বা চারদিন; নিরাপদ থাকতে চিকিৎসকের সাথে পরামর্শ করা জরুরি।

আবার যাদের বয়স ৪০-৫০ এর কম, মেনোপজ এখনও হয়নি; তারাও কিন্তু অস্বাভাবিক ব্লিডিং হলে বিপদসীমার বাইরে থাকেন না। যৌনমিলনের সময় অস্বাভাবিক রক্তপাত, পিরিয়ডস ছাড়াও ব্লিডিং কিন্তু ভ্যাজাইনাল বা সারভিকাল ক্যানসারের প্রাথমিক লক্ষণ হতে পারে।

#2. অস্বাভাবিক যোনিস্রাব বা ভ্যাজাইনাল ডিসচার্জ (Vaginal Discharge Colored With Blood): সাদা স্রাব বা হোয়াইট ডিসচার্জ খুব সাধারণ একটা ঘটনা মেয়েদের কাছে। কিন্তু এই স্রাব যদি হলুদ, খুব ঘন, সবুজাভ হলুদ বা রক্তের মতো রঙের হয়; তা হলে চিকিৎসকের সাথে পরামর্শ করা জরুরি। আবার এই স্রাবে যদি দুর্গন্ধ থাকে সেক্ষেত্রেও অবহেলা করা ঠিক নয়। হয়তো নেহাত ইনফেকশন, কিন্তু খারাপ ভাবতে গেলে সারভিকাল, ভ্যাজাইনাল বা এনডোমেটরিক্যাল ক্যানসারের প্রাথমিক লক্ষণ হতে পারে এটাই (Warning Signs of Cancer)।

#3. হঠাৎ ওজন কমে যাওয়া (Unexplained Weight Loss): কোনও নির্দিষ্ট কারণ যেমন খুব শারীরিক পরিশ্রম বা কোনও কড়া ডায়েট ছাড়াই যদি কারও ওজন ১০-১২ কেজি কমে যায়; তা হলে সত্বর ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া প্রয়োজন।

 

আরও পড়ুন: ইউরিন ইনফেকশনের হাত থেকে বাঁচাতে পারে ঘরোয়া কিছু নিয়মকানুন। জেনে নিন এখনই!

 

#4. বারবার বাথরুমে যাওয়ার ইচ্ছে বা বারবার বাথরুম যাওয়া (Changes in Your Bathroom Habits): যেসব মহিলারা গর্ভবতী, তাদের বারবার প্রস্রাব পেতেই পারে বা প্রসবের সময় যত এগিয়ে আসে, তারা ব্লাডারে তত বেশি চাপ অনুভব করেন। এর কারণ হল, গর্ভস্থ ভ্রূণ আকারে যত বাড়ে, ব্লাডারে চাপ বেশি পড়ে। কিন্তু এই একটি অনুভূতি যদি প্রেগন্যানট নন, এমন মহিলাদের ক্ষেত্রে বারবার হতে থাকে (Symptoms of Cancer in Women), সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়াটা কিন্তু জরুরি।

#5. স্তনের আকারে পরিবর্তন ও নিপল থেকে অস্বাভাবিক ডিসচার্জ (Changes in Your Breasts): দুদিকের স্তন আকারে অসমান হয়ে যাওয়া, কোনও ফোঁড়া বা লাম্প গজিয়ে ওঠা বা নিপল থেকে অস্বাভাবিক তরল বেরনো সবকিছুই কিন্তু ব্রেস্ট ক্যানসারের প্রাথমিক লক্ষণ হতে পারে। আর শুধু স্তনেই নয়; সাবধান থাকতে খেয়াল রাখতে হবে বগল বা কুঁচকিতেও। এইসব জায়গায় গজিয়ে ওঠা লাম্পও কিন্তু ম্যালিগন্যানট হয়ে উঠতে পারে অবহেলার জন্যই।

#6. খাবারে অনীহা, ঢোক গিলতে কষ্ট (Loss of Appetite or Feeling Full All the Time): খাবারে অনীহা, অস্বাভাবিক বমি, ঢোক গিলতে কষ্ট হওয়া; এগুলো শুনতে যতই সাধারণ হোক; কোনও কারণ ছাড়াই শরীরকে যদি এগুলো সহ্য করতে হয়; তা হতে পারে জরায়ুর ক্যানসার বা ব্লাড ক্যানসার বা অন্য প্রাণঘাতী রোগের প্রাথমিক সিগন্যাল (Early Signs of Cancer)।

#7. সবসময় ক্লান্তি ও ঘুমভাব (Constant Fatigue): অনেক পরিশ্রম করেছেন, দৌড়ঝাঁপ হয়েছে; ক্লান্তি আসতেই পারে। কিন্তু যে ক্লান্তির কোনও ব্যাখ্যা নেই আপনার কাছে, সে যে বড়ই ভয়ানক! ঘণ্টার পর ঘণ্টা শুয়ে থাকলেও ক্লান্তি যাচ্ছে না, ঘুমলেও যেন আরাম নেই। এরকম হতে থাকলে আর দেরি না করে চটজলদি ডাক্তার দেখান বাপু!

#8. তলপেটে বা কোমরের নীচে ব্যথা (Pain in the Pelvis or Abdominal Area): পিরিয়ডের সময় ছাড়াও তলপেটে ব্যথা হচ্ছে, ভারী ভাব লাগছে বা কোমরের পেল্ভিক রিজিওনে ঝিম ধরা ব্যথা সবসময়। যার কোনও কারণ আপনি বুঝতেও পারছেন না; আর ব্যথা সারছেও না। একবারও বলছি না, সব কোমরে ব্যথা ক্যানসারের প্রাথমিক লক্ষণ; কিন্তু সাবধানের মার নেই। তাই কারণ যাই হোক; একনাগাড়ে কোমর ব্যথা, পেটে ব্যথা হতে থাকলে চিকিৎসকের পরামর্শ নিন। (Gynecologic Cancer Symptoms Women Shouldn’t Ignore)

#9. ত্বকের গঠন বা রং পরিবর্তন (Skin Related Issues): ত্বকে হঠাৎ কোনও বড় আঁচিল গজিয়ে ওঠা, পুরনো আঁচিল পেকে যাওয়া, ত্বকে ছোপ ছোপ দাগের উৎপত্তি ইত্যাদি কিন্তু ত্বকের ক্যানসারের একদম প্রাথমিক লক্ষণ হতে পারে। নিজের শরীরে এরকম অবাঞ্ছিত কিছুর উৎপত্তি দেখলে সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নিতে হবে।

আবারও বলছি, ওপরের লক্ষণগুলি আপনার শরীরে দেখা মানেই কিন্তু এই নয় যে আপনি ওই প্রাণঘাতী রোগেই অসুস্থ। হতেই পারে সাধারণ কোনও অসুবিধা; কিন্তু সেটাও যদি সময়ে না সারিয়ে ফেলেন তা হলে আরও বড় আকার ধারণ করে কষ্ট বাড়বে আপনারই। ক্ষতি তো সেই আপনার। তাই নিজের স্বার্থে, নিজের শরীরের ভালো চেয়ে সজাগ থাকুন সবসময়। মনে রাখবেন, যে কোনও রোগ প্রথম অবস্থায় ধরা পড়লে তা সারিয়ে তোলা সম্ভব, বেশিরভাগ ক্ষেত্রেই। কষ্ট বলুন, খরচা বলুন বা আতঙ্ক; সবকিছুই কমে যায় একটু সজাগ থাকলেই। তাতে সে রোগ সাধারণ জ্বর হোক বা ক্যানসার। (Cancer Symptoms Women Shouldn’t Ignore)

 

আরও পড়ুন: সামান্য সতর্ক ও নিজের প্রতি যত্নশীল হলেই পুরোপুরি সেরে যায় স্তন ক্যান্সারের মতো রোগও!

 

একজন মা হয়ে অন্য মায়েদের সঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিতে চান? মায়েদের কমিউনিটির একজন অংশীদার  হয়ে যান। এখানে ক্লিক করুন, আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব।

 

null

null