মাসিকের সময় সহবাসে গর্ভধারণের সম্ভাবনা আছে কি না, বা থাকলেও তার কারণ কী, জেনে রাখুন নিজের স্বার্থে!

মাসিকের সময় সহবাসে গর্ভধারণের সম্ভাবনা আছে কি না, বা থাকলেও তার কারণ কী, জেনে রাখুন নিজের স্বার্থে!

মেয়েদের শরীরের মধ্যে ঘটে চলা জটিল কাজকর্ম বোঝা আমাদের মতো সাধারণ মানুষের কম্ম নয়। হয়তো সব কিছুরই একটা সাধারণ সময় ও মাত্রা-মাপকাঠি আছে, কিন্তু শরীর অনুযায়ী সেটা পালটে যেতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করে না। আর এখানেই যত রাজ্যের গণ্ডগোলের সূত্রপাত। একজন মহিলা হিসেবে কিছু নির্দিষ্ট ক্ষেত্রে কিছুতেই আপনি নিজের ১০০ শতাংশ মানসিক জোর নিয়ে “হ্যাঁ” অথবা “না” বলতে পারবেন না (Can You Get Pregnant on Your Period)।

এরকমই একটি কিছুটা পাগলাটে শারীরিক ক্রিয়া হল, মহিলাদের মাসিকচক্র। পৃথিবীর সব মহিলার জন্য এই মাসিকচক্রের সময় এবং স্থিতিকাল মোটেই এক নয় (Masiker Somoy Sohobas Korle Ki Gorvoboti Hoy)। আবার এর ওপরই নির্ভর করে মাতৃত্ব, তাই যতই খাপছাড়া আচরণ করুক না কেন, অন্তত নিজের শরীর ও নিজের মাসিক চক্র সম্পর্কে সম্যক একটা ধারণা থাকা অবশ্যই প্রয়োজন।

একটা উদাহরণ দিয়ে একটু ঘাবড়ে দিই না হয়! বিজ্ঞান মেনে এবং লজিক জেনে যদি ভাবেন, তা হলে মাসিক বা পিরিয়ডসের মধ্যে প্রোটেকশন ছাড়া সহবাস করলে কনসিভ করার সম্ভাবনা থাকে না। মানে, না থাকারই কথা (Chances of Getting Pregnant While on Your Period)। কিন্তু ওই যে বললাম, মেয়েদের শরীর। সবার সাথে তুলনা করে বড় জোর একটা সাধারণ সময়কাল মনে ছকে নিতে পারেন। আপনার শরীর সেই নিয়মের যদি ২-৪ দিনেরও এদিক ওদিক করে ফেলে, তা হলেই চিত্তির।

মাসিকের সময় সহবাস করলে কনসিভ করতে পারেন কি না, প্রশ্নটা সেই নিয়ে উঠলে, উত্তরটা হবে “হ্যাঁ” এবং “না”। যদিও এই “হ্যাঁ” টা সত্যি হওয়ার সম্ভাবনা খুবই কম, তবে একেবারে উড়িয়ে দেওয়ার মতোও না। আজকের প্রতিবেদন আমাদের খামখেয়ালী শরীরের গুরুত্বপূর্ণ দিনগুলোর কাজের দলিল-দস্তাবেজ নিয়েই (Kokhon Sohobas Korle Baby Hoy Na)। পিরিয়ডস চলাকালীন সহবাসে প্রেগন্যান্ট হওয়ার সম্ভাবনা আছে কি না, বা থাকলেও তার কারণ কী, এই নিয়েই আজকের বিশদ আলোচনা। নিজের স্বার্থে জেনে রাখুন।

 

 

ওভ্যুলেশন বা ডিম্বোস্ফোটন কী? নারী-শরীরে এর প্রভাবই বা কী? (Ovulation: What is It and How Does it Affect You?)

একজন মহিলার মাসিকচক্রের পুরোটাই এই ওভ্যুলেশনের ওপর নির্ভরশীল বললে ভুল বলা হয় না। মাসের নির্দিষ্ট একটি সময়ে মহিলাদের ডিম্বাশয় থেকে একটি পরিণত এগ বা ডিম্বাণু বা ওভাম নির্গত হয়। একেই ওভ্যুলেশন বা ডিম্বস্ফোটন বলে। সাধারণত, একটি নির্দিষ্ট মাসিক চক্রের ১২-১৯ দিনের মধ্যে ওভ্যুলেশন হয়ে থাকে। ওভারি বা ডিম্বাশয় থেকে নির্গত ওভাম মোটামুটি ১২-২৪ ঘণ্টা পর্যন্ত সক্রিয় থাকে (Ki Korle Baby Hobe)। এই সময় যদি ফ্যালোপিয়ান টিউবে উপস্থিত শুক্রাণু বা স্পার্ম এই ওভামকে নিষিক্ত করে, তবেই ভ্রূণ তৈরি হয় ওভামের আয়ু একদিন বা ২৪ ঘণ্টা হলেও শুক্রাণু (sperm) মহিলার দেহে ৩-৬ দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। তাই ওভাম নিঃসরণের ৪-৫ দিন আগেও যদি কেউ প্রোটেকশন ছাড়া শারীরিক ভাবে মিলিত হয়ে থাকে, তা হলে কনসিভ করার সম্ভাবনা বাড়ে। ২৪ ঘণ্টার মধ্যে যদি ওভাম নিষিক্ত না হয়, তা হলে সেটি নষ্ট হয়ে যায় (Ki Korle Pregnant Hoy Na)।

 

 

পিরিয়ড বা মাসিক কী? নিজের মাসিক চক্র সম্পর্কে সম্যক ধারণা রাখুন আজ থেকেই।
(What is Menstruation? | Get Facts About Having Your Period)

প্রত্যেক মাসে,ওভ্যুলেশনের আগে থেকে শরীর প্রস্তুতি নিতে শুরু করে অনাগত ভ্রূণের সুবিধার কথা ভেবে। শরীরের হরমোনের দল জরায়ুর দেওয়াল বা লাইনিং মোটা করতে শুরু করে। যদি ওভাম নিষিক্ত হয় এবং ভ্রূণ তৈরি হয়, সে এই জরায়ুর দেওয়ালেই স্থাপিত হয়  যদি কোনও নিষেক সম্পন্ন না হয়, তা হলে, মোটামুটি ১৪-১৫ দিনের পরে এই জরায়ুর লাইনিং ছিঁড়ে রক্তের সাথে বাইরে বেরিয়ে আসে। এইটাই হল পিরিয়ড বা মাসিক (Masiker Somoy Sohobas Korle ki Stri Gorvoboti Hoben?)।

 

 

পিরিয়ডের উপসর্গ হিসেবে শরীরে কী কী হয়? (Signs Your Period Is Coming)

  • পিরিয়ডের ব্লিডিং সাধারণত ২-৭ দিন পর্যন্ত চলতে পারে। সবার জন্য এই সময় আলাদা আলাদা হয়ে থাকে।
  • এই সময় তলপেটে, কোমরে ব্যথা, মাসল ক্র্যাম্পস হয়ে থাকে।
  • ব্রেস্ট স্পর্শকাতর হয়ে পড়ে।
  • মাথা ধরা, গা বমি, পায়ে ব্যথা এগুলিও পিরিয়ডের সাধারণ উপসর্গ।
  • শুধুমাত্র শারীরিক অস্বস্তিই নয়, মুড সুইংস ও কিন্তু পিরিয়ডের সময় অতি পরিচিত একটি উপসর্গ।
  • হরমোনের দাপাদাপির প্রভাবে গালে, কপালে উঁকি দিতে পারে ২-৩ খানা ব্রণও।

এই উপসর্গগুলি সাধারণভাবে বলা হয়েছে। এর সংখ্যা এবং প্রাবল্য শরীর অনুযায়ী আলাদা আলাদা হয় (Masiker Somoy Korle Ki Hoy)।

 

আরও পড়ুনঃ ছোট্ট সোনা আসছে, কিন্তু তার আগে কী কী সমস্যা, জটিলতায় পড়তে পারেন হবু মা

 

পিরিয়ডের সময় সহবাস করলে কি প্রেগন্যান্ট হওয়া সম্ভব? (Can You Get Pregnant on Your Period)

এবার আসি আসল কথায়। এতক্ষণে আমরা পিরিয়ডসের কারণ বা উপসর্গ বা প্রেগন্যান্সিতে এর গুরুত্ব মোটামুটি বুঝে ফেলেছি। এবার প্রশ্ন হল, পিরিয়ডসের সময় প্রোটেকশন ছাড়া সফল সহবাসে  কি কনসিভ করা সম্ভব? উত্তর বুঝতে নীচের পয়েন্টগুলি ভালো করে পড়ুন;

  • এটা খুবই স্পষ্ট যে, ওপর ওপর দেখলে সবাই একবাক্যে “না”-ই বলবে। আর সেটাই স্বাভাবিক। ওভ্যুলেশনের সময়ই মেয়েদের কনসিভ করার চান্স সবথেকে বেশি থাকে। পিরিয়ডসের সময় যা থাকে না বললেই চলে।

 

  • কিন্তু ওই যে মেয়েদের শরীর। ব্যতিক্রম বর্তমান। যেসব মহিলার মাসিক চক্র মোটামুটি ভাবে আদর্শ, অর্থাৎ ২৮-৩০ দিনের হয়ে থাকে; তারা সম্পূর্ণ নিরাপদ। পিরিয়ডসের সময় প্রোটেকশন ছাড়া সহবাস করলেও কনসিভ করার সম্ভাবনা থাকে না (Can I get Pregnant on my Period?)।

 

  • আবার যেসব মহিলার ক্ষেত্রে এই মাসিক চক্রের সময়টা একটু ছোট, তাদের কিন্তু একটা চান্স থেকেই যায়। ব্যাপারটা তা হলে খুলেই বলি!
    ধরুন, আপনার মাসিক চক্রটি ২১-২৪ দিনের। অন্যদের তুলনায় একটু জলদিই আপনার পিরিয়ডস হয়ে যায়।
    তার বেলা কী ঘটে? যেহেতু, আপনার মাসিক চক্রটি ছোট দৈর্ঘ্যের, তাই স্বভাবতই আপনার ওভ্যুলেশনও আগে হবে। এবার আপনি পিরিয়ডসের শেষের দিকে অর্থাৎ ৫ দিনে সহবাস করলেন। স্পার্ম বা শুক্রাণু আপনার শরীরে বহাল তবিয়তে ২-৫ দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। যেহেতু আপনার ওভ্যুলেশন আগে আগে হয়, তাই পিরিয়ডস শুরু হওয়ার থেকে ১০ দিন পরে যদি আপনার ওভাম নিঃসরণ হয়, তা হলে এক্ষেত্রে সেখানে আগে থেকেই স্পার্ম উপস্থিত থাকবে। এবং ওভাম নিষিক্ত হয়ে যাবে। অর্থাৎ, আপনি কনসিভ করবেন ।

 

  • একই ঘটনা ও বিশ্লেষণ প্রযোজ্য পিরিয়ডস শেষ হওয়ার পরে পরেই প্রোটেকশন ছাড়া সহবাসের ক্ষেত্রেও। এই ঘটনায় পুরোটাই দায়ী দৈর্ঘ্যে ছোট মাসিক চক্র এবং “আর্লি ওভ্যুলেশন”। সম্ভাবনা কম হতে পারে, কিন্তু একেবারে “নেই” বলাটা মুশকিল (Period Cholakalin ki Pregnant Howa Sombhob?)।
    যেমন ধরুন, আপনার পিরিয়ডস চলল ৬ দিন পর্যন্ত। আপনি ৮ দিনের দিন সফল সহবাস করলেন, তাও প্রোটেকশন ছাড়া। এবার স্পার্ম ফ্যালোপিয়ান টিউব পর্যন্ত পৌঁছে ওভামের অপেক্ষায় বসে থাকলো। যেহেতু, স্পার্ম ৫ দিন পর্যন্তও বেঁচে থাকতে পারে, তাই মাসিক চক্রের ১১ বা ১২ তম দিনে আপনার যেই ওভ্যুলেশন হবে, স্পার্ম ওভামকে নিষিক্ত করতে পারবে।

 

  • পিরিয়ডসের সময়ে হল, ঠিক পরে হল, এবার আপনি প্রশ্ন করতেই পারেন যে, পিরিয়ডসের ঠিক আগে ব্যাপারটা কী হবে? দেখুন, সত্যি কথা বলতে, পিরিয়ডসের ঠিক আগে বা পিরিয়ডসের প্রথম দিনেই যদি সহবাস করেন, তা হলে কনসিভ করার সম্ভাবনা খুবই কম বা নেই বললেই চলে (Can You Get Pregnant On or Around Your Period?)।
    একটি নিয়মিত মাসিক চক্রের ১২-১৯ দিনের মধ্যে ওভ্যুলেশন হয়; এবং ওভাম মাত্র ১২-২৪ ঘণ্টা পর্যন্ত সক্রিয় থাকে। তাই পিরিয়ডস শুরু হওয়ার ঠিক আগের দিনগুলো আপনি “সেফ ডে”-এর তালিকায়  রাখতেই পারেন। মাসিক চক্র যদি লম্বা হয়,তা হলে আপনার ক্ষেত্রে এই “নিরাপদ দিন” বা “সেফ ডে”-র গুনতিও লম্বা হবে, আর মাসিক চক্র ছোট হলে ঠিক এর উল্টোটা।

 

পরিশেষে বলি, যদি আপনি কনসিভ করতে আগ্রহী তা হলে কিন্তু পিরিয়ডস চলাকালীন সহবাস করা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না। বরং, নিজের একটা ক্যালেন্ডার মেনটেন করে বা ডাক্তারের সাথে কথা বলে ওভ্যুলেশন হওয়ার সময়টা খেয়াল রাখুন। আর যদি এখনই মা হওয়ার জন্য প্রস্তুত নন, তা হলে বলবো, সাবধানের মার নেই; প্রোটেকশন ছাড়া সহবাস করবেন না। যখনই হোক না কেন, প্রশ্নটা সম্ভাবনার (Can You Get Pregnant on Your Period)। তাই নিশ্চিত “হ্যাঁ” বা “না” কথা দেবে না কেউই।

 

আরও পড়ুনঃ গর্ভাবস্থায় সহবাসের বিষয়ে যা কেউ আপনাকে বলেনি!

 

একজন মা হয়ে অন্য মায়েদের সঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিতে চান? মায়েদের কমিউনিটির একজন অংশীদার  হয়ে যান। এখানে ক্লিক করুন, আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব।

null

null