মেয়েদের শরীরের মধ্যে ঘটে চলা জটিল কাজকর্ম বোঝা আমাদের মতো সাধারণ মানুষের কম্ম নয়। হয়তো সব কিছুরই একটা সাধারণ সময় ও মাত্রা-মাপকাঠি আছে, কিন্তু শরীর অনুযায়ী সেটা পালটে যেতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করে না। আর এখানেই যত রাজ্যের গণ্ডগোলের সূত্রপাত। একজন মহিলা হিসেবে কিছু নির্দিষ্ট ক্ষেত্রে কিছুতেই আপনি নিজের ১০০ শতাংশ মানসিক জোর নিয়ে “হ্যাঁ” অথবা “না” বলতে পারবেন না (Can You Get Pregnant on Your Period)।
এরকমই একটি কিছুটা পাগলাটে শারীরিক ক্রিয়া হল, মহিলাদের মাসিকচক্র। পৃথিবীর সব মহিলার জন্য এই মাসিকচক্রের সময় এবং স্থিতিকাল মোটেই এক নয় (Masiker Somoy Sohobas Korle Ki Gorvoboti Hoy)। আবার এর ওপরই নির্ভর করে মাতৃত্ব, তাই যতই খাপছাড়া আচরণ করুক না কেন, অন্তত নিজের শরীর ও নিজের মাসিক চক্র সম্পর্কে সম্যক একটা ধারণা থাকা অবশ্যই প্রয়োজন।
একটা উদাহরণ দিয়ে একটু ঘাবড়ে দিই না হয়! বিজ্ঞান মেনে এবং লজিক জেনে যদি ভাবেন, তা হলে মাসিক বা পিরিয়ডসের মধ্যে প্রোটেকশন ছাড়া সহবাস করলে কনসিভ করার সম্ভাবনা থাকে না। মানে, না থাকারই কথা (Chances of Getting Pregnant While on Your Period)। কিন্তু ওই যে বললাম, মেয়েদের শরীর। সবার সাথে তুলনা করে বড় জোর একটা সাধারণ সময়কাল মনে ছকে নিতে পারেন। আপনার শরীর সেই নিয়মের যদি ২-৪ দিনেরও এদিক ওদিক করে ফেলে, তা হলেই চিত্তির।
মাসিকের সময় সহবাস করলে কনসিভ করতে পারেন কি না, প্রশ্নটা সেই নিয়ে উঠলে, উত্তরটা হবে “হ্যাঁ” এবং “না”। যদিও এই “হ্যাঁ” টা সত্যি হওয়ার সম্ভাবনা খুবই কম, তবে একেবারে উড়িয়ে দেওয়ার মতোও না। আজকের প্রতিবেদন আমাদের খামখেয়ালী শরীরের গুরুত্বপূর্ণ দিনগুলোর কাজের দলিল-দস্তাবেজ নিয়েই (Kokhon Sohobas Korle Baby Hoy Na)। পিরিয়ডস চলাকালীন সহবাসে প্রেগন্যান্ট হওয়ার সম্ভাবনা আছে কি না, বা থাকলেও তার কারণ কী, এই নিয়েই আজকের বিশদ আলোচনা। নিজের স্বার্থে জেনে রাখুন।
একজন মহিলার মাসিকচক্রের পুরোটাই এই ওভ্যুলেশনের ওপর নির্ভরশীল বললে ভুল বলা হয় না। মাসের নির্দিষ্ট একটি সময়ে মহিলাদের ডিম্বাশয় থেকে একটি পরিণত এগ বা ডিম্বাণু বা ওভাম নির্গত হয়। একেই ওভ্যুলেশন বা ডিম্বস্ফোটন বলে। সাধারণত, একটি নির্দিষ্ট মাসিক চক্রের ১২-১৯ দিনের মধ্যে ওভ্যুলেশন হয়ে থাকে। ওভারি বা ডিম্বাশয় থেকে নির্গত ওভাম মোটামুটি ১২-২৪ ঘণ্টা পর্যন্ত সক্রিয় থাকে (Ki Korle Baby Hobe)। এই সময় যদি ফ্যালোপিয়ান টিউবে উপস্থিত শুক্রাণু বা স্পার্ম এই ওভামকে নিষিক্ত করে, তবেই ভ্রূণ তৈরি হয় ওভামের আয়ু একদিন বা ২৪ ঘণ্টা হলেও শুক্রাণু (sperm) মহিলার দেহে ৩-৬ দিন পর্যন্ত বেঁচে থাকতে পারে। তাই ওভাম নিঃসরণের ৪-৫ দিন আগেও যদি কেউ প্রোটেকশন ছাড়া শারীরিক ভাবে মিলিত হয়ে থাকে, তা হলে কনসিভ করার সম্ভাবনা বাড়ে। ২৪ ঘণ্টার মধ্যে যদি ওভাম নিষিক্ত না হয়, তা হলে সেটি নষ্ট হয়ে যায় (Ki Korle Pregnant Hoy Na)।
প্রত্যেক মাসে,ওভ্যুলেশনের আগে থেকে শরীর প্রস্তুতি নিতে শুরু করে অনাগত ভ্রূণের সুবিধার কথা ভেবে। শরীরের হরমোনের দল জরায়ুর দেওয়াল বা লাইনিং মোটা করতে শুরু করে। যদি ওভাম নিষিক্ত হয় এবং ভ্রূণ তৈরি হয়, সে এই জরায়ুর দেওয়ালেই স্থাপিত হয় যদি কোনও নিষেক সম্পন্ন না হয়, তা হলে, মোটামুটি ১৪-১৫ দিনের পরে এই জরায়ুর লাইনিং ছিঁড়ে রক্তের সাথে বাইরে বেরিয়ে আসে। এইটাই হল পিরিয়ড বা মাসিক (Masiker Somoy Sohobas Korle ki Stri Gorvoboti Hoben?)।
এই উপসর্গগুলি সাধারণভাবে বলা হয়েছে। এর সংখ্যা এবং প্রাবল্য শরীর অনুযায়ী আলাদা আলাদা হয় (Masiker Somoy Korle Ki Hoy)।
আরও পড়ুনঃ ছোট্ট সোনা আসছে, কিন্তু তার আগে কী কী সমস্যা, জটিলতায় পড়তে পারেন হবু মা
এবার আসি আসল কথায়। এতক্ষণে আমরা পিরিয়ডসের কারণ বা উপসর্গ বা প্রেগন্যান্সিতে এর গুরুত্ব মোটামুটি বুঝে ফেলেছি। এবার প্রশ্ন হল, পিরিয়ডসের সময় প্রোটেকশন ছাড়া সফল সহবাসে কি কনসিভ করা সম্ভব? উত্তর বুঝতে নীচের পয়েন্টগুলি ভালো করে পড়ুন;
পরিশেষে বলি, যদি আপনি কনসিভ করতে আগ্রহী তা হলে কিন্তু পিরিয়ডস চলাকালীন সহবাস করা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না। বরং, নিজের একটা ক্যালেন্ডার মেনটেন করে বা ডাক্তারের সাথে কথা বলে ওভ্যুলেশন হওয়ার সময়টা খেয়াল রাখুন। আর যদি এখনই মা হওয়ার জন্য প্রস্তুত নন, তা হলে বলবো, সাবধানের মার নেই; প্রোটেকশন ছাড়া সহবাস করবেন না। যখনই হোক না কেন, প্রশ্নটা সম্ভাবনার (Can You Get Pregnant on Your Period)। তাই নিশ্চিত “হ্যাঁ” বা “না” কথা দেবে না কেউই।
আরও পড়ুনঃ গর্ভাবস্থায় সহবাসের বিষয়ে যা কেউ আপনাকে বলেনি!
একজন মা হয়ে অন্য মায়েদের সঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিতে চান? মায়েদের কমিউনিটির একজন অংশীদার হয়ে যান। এখানে ক্লিক করুন, আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব।
null
null