মায়ের দুধ বনাম ফর্মুলা দুধ

মায়ের দুধ বনাম ফর্মুলা দুধ

যদিও শিশুর জন্য মায়ের দুধের থেকে ভালো কিছুই হয় না, তাও অনেক পরিস্থিতিতেই বাচ্চাকে ফর্মুলা খাওয়াতে হয় বুকের দুধের বিকল্প হিসেবে। একজন সুস্থ মা তার বাচ্চার ৬ মাস বয়স না হওয়া পর্যন্ত শুধুমাত্র বুকের দুধই খাওয়াবে, সেটাই উচিত এবং সঠিক সিদ্ধান্ত। কিন্তু, পরিস্থিতি বা শারীরিক অবস্থা যেহেতু সবার সমান হয় না, তাই কিছু ক্ষেত্রে এর পরিবর্তন হতে পারে বই কি! ডেলিভারির পর যদি মা বেশ অসুস্থ থাকেন, বুকে পর্যাপ্ত দুধ তৈরি না হয় বা শিশু মায়ের দুধ খেতে না চায়, এরকম অনেক পরিস্থিতিতেই বাচ্চাকে খাওয়ানোর জন্য বিকল্প হিসেবে ফর্মুলার ওপরই ভরসা করতে হয়।

মায়ের দুধ বনাম ফর্মুলা দুধ

#1. ঝটপট হজম
ফর্মুলা দুধের তুলনায় মায়ের দুধ সহজে হজম করতে পারে ছোট্ট ছানা। গ্যাস বা কলিকের সমস্যাও তাই কম হয়।

মায়ের দুধ বনাম ফর্মুলা দুধ

#2. বুদ্ধি বাড়ায় তরতরিয়ে
যেসব বাচ্চারা ৬ মাস বয়স পর্যন্ত শুধু মায়ের দুধ খায়, তাদের বুদ্ধিমত্তা বেশি হয়।

মায়ের দুধ বনাম ফর্মুলা দুধ

#3. প্রাকৃতিক অ্যানটিবডির উৎস
মায়ের দুধ থেকে শিশুর শরীরে প্রাকৃতিক অ্যানটিবডি প্রবেশ করে যা শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।

মায়ের দুধ বনাম ফর্মুলা দুধ

#4. ভালো থাকুক মায়ের শরীর
বাচ্চাকে বুকের দুধ খাওয়ালে মায়ের হার্টের অসুখ, ব্রেস্ট বা জরায়ুর ক্যান্সারের মতো রোগের আশঙ্কাও কমে যায়।

মায়ের দুধ বনাম ফর্মুলা দুধ

#5. বিরোধী নয়, বিকল্প অবশ্যই
মায়ের দুধের সাথে ফর্মুলার তুলনা না হলেও ফর্মুলাই কিন্তু শ্রেষ্ঠ বিকল্প। শিশু মায়ের দুধ না পেলে ভরসা করুন ভালো মানের ফর্মুলাকেই।