কেননা সব ভুলে কোলের সন্তানটিকেই সবার চেয়ে ভালোবাসো তুমি!

কেননা সব ভুলে কোলের সন্তানটিকেই সবার চেয়ে ভালোবাসো তুমি!

যাই বলুন আর তাই বলুন; মা হওয়া যতই সুখের হোক, যতই আনন্দের হোক, এর রাস্তাটা কিন্তু বড্ড চড়াই-উতরাইয়ে ভরপুর। চোদ্দবার বাথরুম ছোটা, শুতে বসতে অস্বস্তি, চারদিকে খিটখিটে ব্যথা-বেদনাতো লেগেই রয়েছে।তারপরে যখন সব কষ্টের অবসান ঘটিয়ে ফুটফুটে এক ছানা কোল ভরিয়ে আসে, তখন মনে হয় সব কষ্ট সার্থক।
এতো দেখলেন শুধু আপনার দিকটা। জানেন কী, আপনার কোলে ঝাঁপিয়ে আসবে বলে দিন গুনছিল সেই একরত্তিও। আসলে, জন্মের পরে নয়, শিশুর সাথে মায়ের বন্ধন শুরু হয় সেই প্রেগন্যান্সির সময় থেকেই। গর্ভে থাকা অবস্থাতেই শিশু অনুভব করতে শুরু করে তার মাকে, চিনতে শুরু করে মায়ের আদর।
আর তাই, পৃথিবীতে আসার পরে তার কাছে সবথেকে আদরের ও নিরাপদ জায়গা হয় তার মায়ের কোল। মায়ের গায়ের গন্ধ তাকে আশ্বস্ত করে, মায়ের গলার আওয়াজে শিশু খুঁজে পায় নিরাপত্তা। জন্মের কয়েকটা দিন পর থেকেই সে অন্য সবার থেকে মাকে আলাদা করে অনুভব করতে পারে। এতোটাই যে, ঘুমন্ত বাচ্চার পাশ থেকে মা উঠে গেলে ঠিক বুঝতে পারে শিশু।
গন্ধ, স্পর্শ আর গলার আওয়াজেই মাকে খুঁজে নেওয়ার চেষ্টায় থাকে একরত্তি কয়েকদিনের শিশুটি। মায়ের আদরের জন্য মুখিয়ে থাকে আপনার ছোট্ট গুবলে ছানাটি। আদর করে ডাকলে বা কোলে নিলে ওর মতো খুশি আর কেউ হয় না!
সত্যিই মা এবং সন্তানের বন্ধন সততই নির্ভেজাল এবং চিরন্তন। গর্ভাবস্থা থেকে শুরু করে জন্মের পরে প্রতিটি মুহূর্ত সাক্ষী হয়ে থাকে এই প্রাণ ঢালা ভালোবাসার। মায়ের জন্য সন্তান যতখানি আদরের, সন্তানের ক্ষেত্রেও মায়ের জায়গাটা সেই একই রকম। ছোট্ট সোনা জন্মের পর থেকে একটু একটু করে কীভাবে চিনে নেয় তার মাকে, কীভাবেই বা আঁকড়ে ধরে মায়ের গন্ধ-স্পর্শের অনুভূতি, তাই নিয়েই মা আর ছানার মিষ্টি একটা ভিডিও আপনাদের জন্য।