অবাঞ্ছিত লোমের যম ৬ ঘরোয়া টোটকা! সহজে মুক্তি পেতে সাহায্য নিন আজই

অবাঞ্ছিত লোমের যম ৬ ঘরোয়া টোটকা! সহজে মুক্তি পেতে সাহায্য নিন আজই

ঘটনা ১: সক্কাল সক্কাল মোবাইল রিংটোনের সুরেলা ডাকে ঘুম ভেঙেছে তন্বীর। আধো ঘুমে ফোনটা যেই কানে নিয়েছে, ওমনি হাজির একখানা ‘বিনা নোটিসের নেমন্তন্ন’। উদ্যোক্তা তন্বীর বেষ্ট ফ্রেন্ড। নিমন্ত্রিতদের লিস্ট শুনে তন্বী বেচারি আনন্দে উলু দেবে, না দুঃখে বিবাগী হয়ে যাবে, সেটাই বুঝতে পারছে না। আনন্দের কারণ, লিস্টে এমন একজন আছেন, যাকে দেখলেই তন্বীর বছর আঠারোর তরুণী মনে বড্ড সুড়সুড়ি লাগে। আর দুঃখের কারণ,তন্বীর পাড়ার বিউটি পার্লারটা আজ সারাদিন বন্ধ।

ঘটনা ২: সারাটা সপ্তাহ ঘোড়ায় জিন দিয়ে দৌড়ানোর পরে ছুটির দিনটায় আর গা তুলতে ইচ্ছে করে না তিস্তার। মনে হয়, ‘চুলোয় যাক রান্নাবাটি, রসাতলে যাক সংসার;’। কিন্তু বিধি বাম, বরবাবাজীর বসের হঠাৎ তলব, উপলক্ষ্য সপরিবারে নৈশভোজ। আর বসের পরিবারের সাথে ভোজন মানে, তিস্তাকেও একদম আপাদমস্তক ফিট-ফাইন হয়েই প্রস্তুত হতে হবে। মাথার চুল থেকে পায়ের নখ, সুখী মানুষের শৌখিনত্বের শো অফ করা চাই বই কি!
“মোমের মতো নরম গমরঙা ত্বক, পদ্মের মতো ঠোঁট আর মেঘ-মসলিন চুল”; কবিদের কল্পনায় মেয়েদের সৌন্দর্যের সংজ্ঞাটা অনেকটা এরকমই। আমরা কিন্তু শুধুই অন্যের জন্যই সাজি না। আমরা সাজি নিজেদের আত্মতৃপ্তির জন্য, নিজেদের ভালোবাসার জন্য। আর নিজেকে সুন্দর করে রাখার জন্য যা কিছু করি, তার নামই রূপচর্চা। তাই ওপরের ঘটনাগুলো যেমনই হোক বা যার সাথেই হোক, আমাদের গোল বাঁধে আনপ্ল্যানড কোনও অনুষ্ঠানের ডাক এলেই। কীসের কথা বলছি বুঝতে পারছেন? (How to remove hair from face and body naturally? Ghoroya upaye kivabe abanchhito lom tule felben.The Best Natural Hair Removal Tips for Your Face and Body in Bengali.)

 

 

ঘরে বসেই মুখ ও শরীরের অবাঞ্ছিত লোম দূর করার সহজ পদ্ধতি (Best Natural Hair Removal Tips for Your Face and Body)

আজকের প্রতিবেদনে ত্বকের কথাতেই আসি। মুখ ও গায়ের ত্বকে যদি অবাঞ্ছিত রোম/চুল উঁকিঝুঁকি দেয়, সেটা একেবারেই ভালো দেখায় না।আর যেসব মেয়েরা সাজতে ও সাজাতে ভালোবাসে, তাদের কাছে গায়ে বা মুখে অতিরিক্ত রোম বা চুল থাকা যে কী বিড়ম্বনা, তা আর নাই বা বললাম! মোদ্দা কথা, মেয়েদের রূপকথার মাঝে অতিরিক্ত “রোমকথার” কোনও স্থান নেই। মাথা নুইয়ে যাক চুলের ভারে; আমরা ভীষণ খুশি। কিন্তু এই চুলই যখন অবাঞ্ছিত রোম হিসেবে মুখে-গায়ে-পায়ে গজিয়ে ওঠে, তখনই আমরা হয় ছুটে যাই বিউটি পার্লারে ওয়াক্সিং করতে বা বাজার থেকে কিনে আনি কেমিক্যালে ভর্তি ব্লিচ। পকেটও খালি হয় আর ত্বকের স্বাস্থ্যরও বারোটা বাজে। এতসবের এফেক্ট? এই ধরুন গিয়ে ১০-১৫ দিন। আগে থেকে প্রস্তুত হলে তাও ভালো, কিন্তু অবস্থা যদি তিস্তা-তন্বীর মতো হয়; তা হলে তো ভাবনায় পাগল হওয়াই স্বাভাবিক। তাই না?

কেমন হয়, যদি এই অবাঞ্ছিত রোমের সমস্যাটা গোড়া থেকে মিটিয়ে ফেলা যায়? ওই কথায় বলে না, “মাথাও নেই, মাথাব্যথাও নেই”। আর এই পুরোটাই হবে ত্বকের ক্ষতি না করে, সম্পূর্ণ ঘরোয়া উপায়ে। অতিরিক্ত রোম কমে গেলেই আর সেভাবে চোখে পড়বে না, তাই কিছু হলেই পার্লারে ছুটে যাওয়ার প্রয়োজন হবে না। ত্বক তো উজ্জ্বল ও মসৃণ হবেই,তার সাথে ফাউ হিসেবে ত্বকের স্বাস্থ্যও ভালো হবে। আর শুধু সময়বিশেষে নয়, আপনি থাকবেন সবসময় পার্টি-রেডি, সবদিক থেকে। তবে বাপু পরিষ্কার বলে রাখি, এতকিছু একসাথে পেতে গেলে এবং স্থায়ী ফলাফল পেতে চাইলে ধৈর্য ধরতে হবে। ছয়টি সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে কীভাবে কমিয়ে ফেলতে পারেন অবাঞ্ছিত লোমের আধিক্য, তাই নিয়েই আজকের আলোচনা। দেখে নিন একনজরে।

 

#1. লেবু ও চিনির মিশ্রণ (Lemon and sugar mixture)

কী কী লাগবে? (What you need)

  • চিনি ২ টেবিল চামচ (পুরো গায়ে লাগালে প্রয়োজনমতো)

 

  • পাতিলেবুর রস ২-৩ চা চামচ

 

  • দানাদার একটা পেস্ট বানাবার জন্য প্রয়োজনীয় জল

 

কীভাবে বানাবেন? (How will you make?)

  • চিনি, লেবুর রস ও জল ভালো করে মিশিয়ে নিন।

 

  • মিশ্রণটি গরম করুন।

 

  • মিশ্রণটি একটু ঠান্ডা হয়ে এলে, যেখানে অবাঞ্ছিত রোম আছে সেখানে লাগান।

 

  • আপনার রোমের গ্রোথ যেদিকে, সেদিকেই মিশ্রণটি লাগাবেন। একটি নির্দিষ্ট পদ্ধতিতে। ঘষে ঘষে লাগাবেন না।

 

  • মিশ্রণটিকে শুকিয়ে যাওয়ার জন্য ১৫-২০ মিনিট সময় দিন।

 

  • হাতের তালুতে সামান্য ঠান্ডা জল লাগিয়ে নিন এবং মাস্ক লাগানো জায়গাগুলো বৃত্তাকারে ঘষুন। খুব বেশি রগড়ে ঘষবেন না।

 

  • এভাবে ম্যাসাজ করে করে ও ঠান্ডা জল দিয়ে মাস্কটি তুলে ফেলুন।

 

কীভাবে কাজ করে? (How it works)

অবাঞ্ছিত লোম বা রোম তুলে ফেলতে চিনির জুড়ি নেই। এই মাস্কটিতে চিনিকে গরম করা হয় বলে, চিনি ত্বকের রোমের ওপর চিটে যায়। শুকিয়ে যাওয়ায় পরে, যখন ঠান্ডা জল দিয়ে ম্যাসাজ করা হয় তখন চিনি ত্বকের ছোট ছোট রোমগুলোকেও তুলে ফেলে। আর লেবুর রস প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট হিসেবে কাজ করে। একদম ছোট্ট ছোট্ট রোমকে ব্লিচ করে ত্বকের রঙের সাথে মিশিয়ে দেয় বলে, ওই রোমগুলো আর বোঝা যায় না। আবার এই মাস্ক ব্যবহারে ত্বকের ডেড সেলসও চলে যায় ও ত্বক উজ্জ্বল হয়।

 

কতবার ব্যবহার করবেন?(Repeat)-> সপ্তাহে তিন দিন এই মাস্ক লাগাতে পারেন। কয়েক সপ্তাহের মধ্যেই পরিবর্তন লক্ষ্য করবেন।

 

কারা ব্যবহার করবেন?(Suitable for)-> সব ধরনের স্কিনেই এই মাস্ক লাগানো যায়। তবে, যাদের মুখে ব্রণ হয়ে আছে তারা লাগাবেন না।

 

 

#2. ওটমিল ও কলার স্ক্রাব (Oats and banana scrub)

কী কী লাগবে? (What you need)

  • ওটস ২ টেবিল-চামচ

 

  • পাকা কলা ১টি

 

কীভাবে বানাবেন? (How will you make?)

  • পাকা কলার একটা মিহি পেস্ট বানিয়ে নিন।

 

  • ওটস আর পাকা কলার পেস্ট ভালো করে মিশিয়ে নিন।

 

  • মিশ্রণটি ৫ মিনিট রেখে দিন।

 

  • এবার যেখানে রোম আছে ওই মিশ্রণটি লাগিয়ে ফেলুন।

 

  • ২০ মিনিট পরে হাতের তালুতে ঠান্ডা জল লাগিয়ে বৃত্তাকারে ম্যাসাজ করুন।

 

  • রোমের গ্রোথ যেদিকে, তার উল্টোদিকে যেন ম্যাসাজ করা হয়, সেটা খেয়াল রাখবেন।

 

  • ভালো করে ধুয়ে ফেলুন।

 

কীভাবে কাজ করে? (How it works)-> ওটমিল ত্বকের নরম রোম বেশ ভালোভাবে তুলে ফেলতে পারে। এতে অ্যাভেনানথ্রামাইড (avenanthramide) গোত্রীয় একটি অ্যানটিঅক্সিডেনট (antioxidant) থাকে, যা চুলকানি বা র‍্যাশের সমস্যা থেকে ত্বককে রক্ষা করে। ত্বকের আর্দ্রতাও বজায় রাখে এই মাস্ক। কলা ত্বকের স্বাস্থ্য ভালো করে ও বলিরেখা আসার আশঙ্কা কম করে। সেনসিটিভ ও তৈলাক্ত ত্বকের জন্য খুব ভালো স্ক্রাব হিসেবে কাজ করে এই মাস্ক।

 

কতবার ব্যবহার করবেন? (Repeat)-> সপ্তাহে একবার এই মাস্ক লাগাতে পারেন।

 

কারা ব্যবহার করবেন? (Suitable for)-> সব ধরনের স্কিন এমনকী যাদের ব্রণ হয়, তারাও লাগাতে পারেন।

 

 

#3. এগ হোয়াইট ও কর্নস্টার্চ মাস্ক (Egg white and cornstarch mask)

কী কী লাগবে? (What you need)

  • একটি ডিমের সাদা অংশ

 

  • কর্নস্টার্চ ১ চা চামচ

 

  • চিনি ১ টেবিল চামচ

 

কীভাবে বানাবেন? (How will you make?)

  • ডিমের সাদা অংশের সাথে কর্নস্টার্চ ও চিনি মিশিয়ে নিন।

 

  • খুব ভালোভাবে ফেটিয়ে একটা মসৃণ পেস্ট তৈরি করুন।

 

  • যেখানে রোম আছে, সেখানে লাগান।

 

  • ২০-২৫ মিনিট অপেক্ষা করুন। পুরোপুরি শুকিয়ে যেতে দিন।

 

  • শুকিয়ে গেলে মাস্কটা মুখের নীচের দিক থেকে খোলস ছাড়ানোর মতো করে টেনে তুলুন। এটাকে ঘরোয়া পিল অফ (peel off) মাস্ক বলতেই পারেন।

 

  • জল দিয়ে মুখ ধুয়ে নিন।

 

কীভাবে কাজ করে? (How it works)-> ডিমের সাদা অংশটি শুকিয়ে গেলে চিটচিটে হয়ে যায় ও ত্বকের রোমের ওপর একটা আচ্ছাদন ফেলে দেয়। এই চিটচিটে ভাব বাড়াতে সাহায্য করে চিনিও। আর কর্নস্টার্চ মেশানোর ফলে পিল অফ মাস্কের মতো কাজ করে এই মিশ্রণটি। তাই সহজেই নরম রোম উঠে আসে।

 

কতবার ব্যবহার করবেন? (Repeat)-> সপ্তাহে ২ বার এই মাস্কটি ব্যবহার করুন। মাস্ক তোলার সময় একটু চিড়চিড় করবে কিন্তু, অস্থির হবেন না।

 

কারা ব্যবহার করবেন? (Suitable for)-> যাদের ব্রণ হয় বা ত্বক প্রচণ্ড সেনসিটিভ, তারা ছাড়া যে কেউ এটা ব্যবহার করতে পারেন।

 

আরও পড়ুনঃ গোড়াতেই নির্মূল করা সম্ভব স্তন ক্যান্সার!

 

#4.আলু ও মুসুরির ডাল (Potato and red lentil mask)

 

কী কী লাগবে? (What you need)

  • মুসুরির ডাল, সারারাত জলে ভিজিয়ে রাখা।

 

  • পাতিলেবুর রস ১ টেবিল চামচ

 

  • মধু ১ চা চামচ

 

  • আলু ১ টি

 

কীভাবে বানাবেন? (How will you make?)

  • আলুর খোসা ছাড়িয়ে ব্লেন্ডারে পেস্ট করে নিন।

 

  • এবার ওই পেস্ট থেকে আলুর রসটা আলাদা করে নিন।

 

  • ভেজানো মুসুরির ডাল ব্লেন্ডারে নিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে ফেলুন।

 

  • আলুর রস, মধু ও পাতিলেবুর রস ওই ডালের পেস্টে ভালোভাবে মিশিয়ে নিন।

 

  • যেখানে যেখানে অবাঞ্ছিত রোম আছে, সেখানে প্যাকটি লাগান।

 

  • ২০-৩০ মিনিট অপেক্ষা করুন ও প্যাকটি সম্পূর্ণ শুকিয়ে যেতে দিন।

 

  • হাতে অল্প জল নিয়ে বৃত্তাকারে ম্যাসাজ করুন।

 

  • ভালো করে জল দিয়ে ধুয়ে নিন।

 

কীভাবে কাজ করে? (How it works)-> আলুর মধ্যে উচ্চ মাত্রায় কেটচোলেস (catecholase) থাকে, যা ত্বকের রং ফর্সা করে। আবার মুসুরির ডাল ভীষণ ভালো এক্সফলিয়েটর যা ত্বকের মৃত কোষের সাথে সাথে রোমও তুলে ফেলে।

 

কতবার ব্যবহার করবেন? (Repeat)-> সপ্তাহে তিনবার এই মাস্ক লাগাতে পারেন।

 

কারা ব্যবহার করবেন? (Suitable for)-> সব ধরনের স্কিনেই এই মাস্ক লাগানো যায়।

 

#5. দুধ- জেলাটিন মাস্ক (Milk-gelatin mask)

কী কী লাগবে? (What you need)

  • ৩-৪ টেবিল চামচ দুধ

 

  • কয়েক ফোঁটা পাতিলেবুর রস

 

  • ১ টেবিল চামচ আনফ্লেভারড জেলাটিন পাউডার

 

কীভাবে বানাবেন? (How will you make?)

  • একটা পাত্রে সব উপকরণগুলি মিশিয়ে নিন।

 

  • এবার ওই মিশ্রণটা সামান্য গরম করে নিন।

 

  • একটু ঠান্ডা হয়ে এলে যেখানে ব্যবহার করতে চান, সেখানে প্যাকটি লাগান।

 

  • ৫ মিনিট অপেক্ষা করেই পিল অফ মাস্কের মতো এই প্যাকটি তুলে ফেলুন।

 

  • রোমের গ্রোথের উল্টোদিকে তুলবেন।

 

কীভাবে কাজ করে? (How it works)-> এই মাস্কটি প্রচণ্ড চিটচিটে। তাই, মাস্কটি তোলার সময় মুখের বা গায়ের নরম রোম সহজেই উঠে আসে। শুধু রোম নয়, মৃতকোষ এবং ব্ল্যাকহেডস তুলে ত্বককে ভিতর থেকে পরিষ্কার করে এই প্যাক।

 

কতবার ব্যবহার করবেন? (Repeat)-> প্রয়োজনমাফিক সপ্তাহে ২-৩ বার ব্যবহার করুন।

 

কারা ব্যবহার করবেন? (Suitable for)-> সেনসিটিভ ত্বক যাদের তারা ব্যবহার করবেন না। যাদের ব্রণ হওয়ার ধাত আছে তারাও এর প্যাক ব্যবহার করবেন না।

 

#6. পাকা পেঁপে ও হলুদের মাস্ক (Papaya and turmeric mask)

কী কী লাগবে? (What you need)

  • পাকা পেঁপে পরিমাণমতো

 

  • সামান্য হলুদ গুঁড়ো

 

কীভাবে বানাবেন? (How will you make?)

  • পাকা পেঁপের খোসা ছাড়িয়ে ব্লেন্ডারে পেস্ট বানিয়ে নিন।

 

  • এতে হলুদ গুঁড়ো মিশিয়ে নিন।

 

  • অবাঞ্ছিত রোমের ওপর প্যাকটি লাগান।

 

  • ১৫-২০ মিনিট পরে হাল্কা হাতে স্ক্রাব করে প্যাকটি তুলে ফেলুন।

 

  • ভালো করে ঠান্ডা জলে মুখ ধুয়ে নিন।

 

কীভাবে কাজ করে? (How it works)-> পাকা পেঁপের মধ্যে থাকা প্যাপাইন নামের উৎসেচক রোমের কিউটিকল ভেঙে ফেলে যার ফলে রোম ঝরে যায়।

 

কতবার ব্যবহার করবেন? (Repeat)-> সপ্তাহে দু’দিন ব্যবহার করতে পারেন।

 

কারা ব্যবহার করবেন? (Suitable for)-> সব ধরনের স্কিনেই ব্যবহার করতে পারবেন।

 

ঘরে বসেই মুখ ও শরীরের অবাঞ্ছিত লোম দূর করার সহজ পদ্ধতি (The Best Natural Hair Removal Tips for Your Face and Body)

 

কিছু বিশেষ টিপস (Some more tips)->

  • প্রত্যেকের স্কিনের বৈশিষ্ট্য আলাদা হয়, তাই সব মাস্ক সবার স্যুট নাও করতে পারে। স্কিনে লাগানোর আগে প্যাচ টেস্ট করে দেখে নিন।

 

  • কোনও প্যাক লাগিয়ে যদি মুখে র‍্যাশ বা ব্রণ বেরোতে শুরু করে, তা হলে সেটা আর ব্যবহার করবেন না।

 

  • এই প্যাকগুলো ব্যবহার করার পরে মুখ বা গা একটু লাল হয়ে যেতে পারে, যা আধ ঘণ্টার মধ্যে কমে যাওয়া উচিত। প্যাক তোলার পরেই স্কিনের ধরন অনুযায়ী ময়েসচারাইজার লাগিয়ে ফেলুন।

 

  • প্রচুর পরিমাণে জল খান ও পর্যাপ্ত বিশ্রাম নিন। স্কিনের সম্পূর্ণ পরিচর্যায় যত্নশীল থাকুন ডায়েট নিয়েও।

 

  • নিজের স্কিন বুঝে প্যাক ব্যবহার করুন। স্যুট করছে না বুঝেও জোর করে ত্বকের ওপর প্যাক ব্যবহার করবেন না।

 

আরও পড়ুনঃ যোনিস্রাবের প্রকারভেদের কারণ কী!

 

একজন মা হয়ে অন্য মায়েদের সঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিতে চান? মায়েদের কমিউনিটির একজন অংশীদার  হয়ে যান। এখানে ক্লিক করুন, আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব।

null

null