হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর বাচ্চাকে নিয়ে প্রথম বাইরে যাওয়া মানে সেই হাসপাতালেই যাওয়া! না, আমরা কোনও অসুখ-বিসুখের কথা বলছি না। বলছি, নিয়মমাফিক টিকাকরণের কথা। ছোট্ট শিশুকে সঙ্গে নিয়ে কোথাও যাওয়া সহজ কথা নয় মোটেই। একে তো ওকে সামলানো, তার চেয়েও বড় ভাবনা বাচ্চার বেড়ানোও যাতে হয় আরাম ও স্ফূর্তির।
সব দিক মাথায় রেখে তাই একটা স্ট্রলার কিনে ফেলতে পারেন আপনি। যতই ছোট, হালকা হোক বাচ্চাকে সবসময় কোলে রাখা সত্যিই সম্ভব হয় না। সে ক্ষেত্রে স্ট্রলারই সবচেয়ে সেরা পছন্দ হতে পারে।
এতে আপনার সোনা মায়ের গন্ধ পাবে না ঠিকই, কিন্তু আরাম পাবে মায়ের কোলের মতোই। বাচ্চাকে নিয়েই হয়তো বাজারে গেলেন আপনি, হাতে থাকল না ঝোলা; কিংবা হয়তো কোথাও গিয়ে চড়তে হল অনেকগুলো সিঁড়ি; অথবা ছানাকে সাথে নিয়েই মর্নিং ওয়াক সারতে মন গেল আপনার- এসব চাহিদা মেটাতে পছন্দসই একটা স্ট্রলার থাকা খুবই জরুরি। আর কী কী কাজে আসতে পারে স্ট্রলার, বিশদে জেনে নিন এখানে।
#1. যাতায়াতে সুবিধা (Easy transportation)
বাচ্চাকে নিয়ে যাতায়াত অনেকটাই সহজ করে দেয় স্ট্রলার। আপনাকে দেয় ইচ্ছেমতো ঘোরাফেরার স্বাধীনতা আর বাচ্চাও থাকে স্বস্তিতে।
#2. বাচ্চার জন্য আরামদায়ক (Baby Feel More Comfortable)
ঘুরতে গেলে স্ট্রলারের কোলেই আরামে থাকবে ছোট্ট সোনা। ঘুরতে ঘুরতেই খেতে পারবে, সহজে নড়তেচড়তে পারবে, দেখবে এপাশ-ওপাশ।
#3. মায়ের কাজ সহজ (Stroller makes your work easy)
আরাম, স্বস্তি পাবে বলে মায়ের কোলে চাপার বায়না করবে না পুঁচকে। রান্না বলুন বা কেনাকাটি, মায়ের অনেক কাজই তখন সহজ হবে অনেক!
#4. লাভল্যাপ স্ট্রলারের গুণাগুণ (Features of Luvlap Strollers)