দৃশ্য ১: কোনও আবদারে “না” বললেই প্রচণ্ড উত্তেজিত হয়ে পড়ছে ৫ বছরের টুবাই। তার মনমতো কোনও কাজ না হলেই চিৎকার করে বাড়ি মাথায় করা তো বটেই, রাগের চোটে সে নিজের মাথা ক্রমাগত ঠুকতে শুরু করছে দেওয়ালে। ওর যে মাথায় ব্যথা লাগছে, এই নিয়ে যেন কোনও হুঁশই নেই। ছেলে মাথা ফাটিয়ে ফেলবে দেখে ভয় পেয়ে ছেলের মনমতো কাজ করতে ছুটলেন মা। তবে ছেলে শান্ত হল। (Common Child Behavior Problems and Their Solutions)
দৃশ্য ২: ৬ বছরের পিকাইকে কারও বাড়ি নিয়ে যেতে ভয় পান তার মা-বাবা। সে কারও বাড়ি গেলেই তাদের আলমারি খুলে সব খেলনা, জিনিস বের করে ছড়িয়ে ফেলে। না বলে হাত দেয় অন্যের দরকারি জিনিসে (Childhood Behavior Problems)। স্বভাবতই বিরক্ত হন আত্মীয়রা।
ওপরে মাত্র দুটো দৃশ্য তুলে ধরেছি, এরকম আরও অনেক আচরণ বাচ্চারা করে থাকে, যেটা করা একেবারেই উচিত নয় বা অন্যদের কাছে অভদ্রতামি। “বাজে ছেলে”, “বদমাইশ বাচ্চা” বা “অভদ্র সন্তান” ইত্যাদি তকমা লাগানো সহজ হলেও এর পিছনে থাকা ব্যাখ্যাটা কিন্তু এত সহজ নয়।
অনেক ক্ষেত্রেই বাবা-মায়ের চেষ্টা কোনও কাজে লাগে না, আবার অনেক ক্ষেত্রে নিজেদের অজ্ঞানতা তাদের চালিত করে বিপথে। সন্তানের সাথে সাথে নিজেদের ভবিষ্যৎও শেষ করতে বসেন তারা।
মনকে নিয়ন্ত্রণ না করতে পারা কোনও কঠিন অসুখ না হলেও একেবারে অবহেলার যোগ্য নয় (Common Behavioural Problems in Children)। আচরণ ও ব্যবহারে অস্বাভাবিকতা নষ্ট করে দিতে পারে সন্তানের জীবন। তাই সন্তানের আচরণের ওপর নজর রাখুন আজ থেকেই। নিজেরা চেষ্টা করুন তাকে শুধরানোর। আয়ত্তের বাইরে চলে গেলে ডাক্তারবাবুর সাহায্য নিতে দ্বিধা করবেন না। আপনার সঠিক সিদ্ধান্ত বদলে দিতে পারে তার আগামী জীবন।
সন্তানের কোন কোন আচরণ একেবারেই কাঙ্খিত নয় (Common Behavioral Issues in Kids) এবং কী কী ঘটনা একেবারেই অবহেলা করবেন না, আজ সেই নিয়েই আমাদের প্রতিবেদন। দেখে নিন নিজের সন্তানের খাতিরে।
আরও পড়ুন: শুধু শেখানো নয়, শিশুর খাতিরে বদলাতে হবে আপনাদেরও। শৃঙ্খলা শিখতে হবে শিশুর সাথেই!
বাচ্চারা বদমাইশি করে, দুষ্টুমি করে, জেদও করে। কিন্তু, বাবা-মা যদি সঠিক সময়ে লাগাম টানেন বা একটু ধৈর্য সহকারে বাচ্চাকে খারাপ-ভালোর পার্থক্য বুঝিয়ে দেন, বড় হওয়ার সাথে সাথে বাচ্চা কিন্তু অনেক নমনীয়, শান্ত ও বুঝদার হয়।
কিছু কিছু ক্ষেত্রে ঘটনা ঘটে একটু অন্যরকম ভাবে। বাবা, মা হাজার চেষ্টা করা সত্ত্বেও বা ধৈর্য ধরে বোঝানো সত্ত্বেও বাচ্চার আচরণে কোনও পরিবর্তন হয় না। যত দিন যায়, তার বিরক্তি, রাগ, জেদ সবকিছুই যেন আরও বেয়াড়া আর খাপছাড়া হয়ে যায়। শান্ত হওয়ার ৫ মিনিটের মধ্যে আবার ভুলে যায় সবকিছু।
এসব ক্ষেত্রে হাত গুটিয়ে বসে থাকাটা বোকামি ছাড়া কিছু নয়। সবরকম চেষ্টা করার পরেও সন্তান যদি হাতের বাইরে চলে যায়, তা হলে সেটা হয়তো ওর ইচ্ছাকৃত নয়। মানসিক কোনও সমস্যা বা বিহেভিওরাল ডিসঅর্ডারে (Behavioral Disorders) ভুগছে সে।
এক্ষেত্রে প্রয়োজন একজন শিশু মনস্তত্ত্ববিদের পরামর্শ। মনকে কীভাবে আয়ত্তে আনা যাবে, অনুভূতিকে কীভাবে নিয়ন্ত্রণ করা যাবে এসব কিছু নিয়ে সাহায্য করতে পারেন মনোবিদই। শুধু সন্তানকে নয়, মা-বাবাকেও তারা দিয়ে দেবেন গাইডলাইন।
বাচ্চার অস্বাভাবিক ব্যবহারের পিছনে লুকিয়ে থাকতে পারে মানসিক কিছু অসুস্থতা। যেমন:
#1. অপজিশনাল ডেফিইয়ানট ডিসঅর্ডার (oppositional defiant disorder (ODD): ১০-১২ বছরের নীচে বাচ্চারা এই অসুস্থতায় আক্রান্ত হয়। মেয়েদের তুলনায় ছেলেরাই এতে বেশি ক্ষতিগ্রস্ত হয়। প্রচণ্ড রাগ, বায়না, মুখে মুখে তর্ক করা, কথা না শোনা, আত্মবিশ্বাস কমে যাওয়া, অন্যকে দোষারোপ করা, খারাপ ব্যবহার ইত্যাদি এই রোগের সাধারণ লক্ষণ।
#2. কন্ডাক্ট ডিসঅর্ডার (Conduct Disorder (CD)): এক্ষেত্রেও দেখা গেছে ছেলেরাই বেশি আক্রান্ত হয়। বাবা-মায়ের অবাধ্যতা করা, কম বয়সে নেশার জিনিসে আসক্তি, পশুপাখিদের কষ্ট দেওয়া, হিংসাত্মক কাজে উৎসাহ, মারামারি করা, বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ার প্রবণতা এবং কিছু ক্ষেত্রে আত্মঘাতী হওয়ার প্রবণতাও (Bad Child Behavior Examples) দেখা যায় এই মানসিক রোগে আক্রান্তদের ক্ষেত্রে।
#3. অ্যাটেনশন হাইপারঅ্যাকটিভিটি ডিসঅর্ডার (Attention Deficit Hyperactivity Disorder (ADHD): মেয়ে সন্তানের তুলনায় ছেলেরাই এই ধরনের মানসিক অসুস্থতার শিকার বেশি হয়। এক্ষেত্রেও উদ্ধত স্বভাব, ভুলে যাওয়ার প্রবণতা, অন্যের কথার ওপর কথা বলা, চিৎকার করা, প্রচণ্ড চঞ্চল মন ইত্যাদি উপসর্গ হিসেবে দেখা দেয়।
দেখতে গেলে, এই ধরনের মানসিক অসুস্থতার লক্ষণগুলো মোটামুটি একই ধরনের হয়ে থাকে। চেষ্টা করেও যদি কাজ না হয় সেক্ষেত্রে শিশু মনোস্তত্ত্ববিদের সাহায্য নেওয়াটা একান্ত জরুরি (How to Help a Child with Behavior Problems)। নানারকম থেরাপি, মেডিটেশন এবং মেডিকেশনের সাহায্যে এর নিরাময় সম্ভব। তাই সতর্ক থাকুন আজ থেকেই। বাচ্চার শরীর নিয়ে আপনি যত সচেতন, মনের খবরও রাখুন ঠিক ততটাই। (Common Child Behavior Problems and Their Solutions)
আরও পড়ুন: ছোট্ট সোনার যদি কোনও বিপদ হয়? আগে থেকে ওকে সতর্ক করে রাখার উপায় কী কী?
একজন মা হয়ে অন্য মায়েদের সঙ্গে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিতে চান? মায়েদের কমিউনিটির একজন অংশীদার হয়ে যান। এখানে ক্লিক করুন, আমরা আপনার সঙ্গে যোগাযোগ করব।
null
null