রূপচর্চায় অ্যালোভেরা

রূপচর্চার সময়ই পাচ্ছেন না? একটা অ্যালোভেরা পাতাই এক্ষেত্রে কামাল দেখাতে পারে। দেখে নিন, অ্যালোভেরার নানা গুণ!…

সুন্দর, দাগহীন ও উজ্জ্বল ত্বক কে না চায় বলুন তো? টানটান পরিষ্কার ত্বকই যেন মুখের সাথে সাথে মনের বয়সটাও অনেকটা কমিয়ে দেয়। সংসার, কর্মক্ষেত্র আর কর্তব্যের জাঁতাকলে সারাদিন পিষ্ট হয়ে রাতে শুতে যাওয়ার আগে যখন আয়নায় নিজের ক্লান্ত মুখটা দেখেন, কেমন লাগে বলুন তো? আবার আপনার বাড়িতে যদি একটি ছোট্ট একরত্তি আছে, তা হলে তো রাতের ঘুমও মাটি প্রায়দিনই।
দিনের পর দিন অযত্নের ফলে মুখের লাবণ্য যেন কোথায় হারিয়ে যায়, চোখের কোণে গামলা গামলা কালি জমে, অকালেই উঁকি দেয় বলিরেখা বা নরম গালে রাজত্ব করে ব্রণের দল। আয়না দেখতে গিয়ে মনটাই তো খারাপ হয়ে যায় আমাদের!

এবার আসি আসল কথায়। নিজের জন্য সময় নিজে বের করতে না পারলে কিন্তু আখেরে ক্ষতি আপনার। জানি, আপনি দম ফেলার সময় পান না, তাই কম সময়ে কী করে নিজের ত্বকের যত্ন নিতে হয় সেটাই বলবো আজ। আপনি শুধু কথা দিন, রোজ যেমন খাবার খান বা নিত্যনৈমিত্তিক কাজগুলো করেন, ঠিক সেরকমই নিজের রূপচর্চায় সারাদিনে মাত্র ১৫ মিনিট দেবেন।
ঠিক শুনেছেন, যে টোটকাগুলো বলবো, সেগুলো মাত্র ১৫ মিনিট করে ১ মাস নিয়মিত করুন, তফাৎ বুঝবেন নিজেই!