ধাপে ধাপে শিশুর বিকাশ

ধাপে ধাপে শিশুর বিকাশ

শিশুর বৃদ্ধি একটা ধারাবাহিক প্রক্রিয়া। এক-একটা বয়সে শিশু এক-একটা কাজ করতে শেখে। চলতি কথায় এই হলো বিকাশের স্তর। তবে বয়স অনুযায়ী শিশু কাজকর্ম করছে কি না সেদিকে নিয়মিত নজর রাখা উচিত প্রত্যেক মা-বাবার। কেন না দু’টি বাচ্চার বিকাশ এক ভাবে হয় না। আপনার শিশু অন্য রকম ব্যবহার করছে, তার কারণ হয়তো সে অসুস্থ বা কোনও কারণে তার বিকাশ পর্যায়ক্রমে হচ্ছে না। কখনও কখনও তার বিকাশ কোনও কোনও বিষয়ে সম বয়সের অন্য বাচ্চাদের তুলনায় ধীরে হতে পারে। কিন্তু অন্য বিষয়ে হয়তো অন্যদের থেকে অনেক আগে হতে পারে। শিশু নিজে প্রস্তুত না হলে তাকে হাঁটতে শেখার জন্য জোর করলে কোনও উপকার হয় না। তাই প্রত্যেক অভিভাবককে এ বিষয়ে সচেতন হওয়া উচিত। আজ এখানে শিশুর বিকাশের ধারাবাহিকতা নিয়ে মোটামুটি একটা চেকলিস্ট বানিয়ে দিলাম আমরা। দেখে নিন এখনই!(Baby Development Stages: The First Year in Bengali.Baby Development Stages: The First Year in Bangla)

ধাপে ধাপে শিশুর বিকাশ

#1. জন্ম থেকে দুই মাস (Newborn- 2 Months)
মাথা একদিকে ফিরিয়ে চিত হয়ে শুতে পারবে আপনার শিশু। হাত-পা অনবরত নড়াচড়া করতে পছন্দ করবে। কান্নার সাথে সাথেই মজার মজার সব আওয়াজ বের করবে মুখ দিয়ে!

ধাপে ধাপে শিশুর বিকাশ

#2. চার মাস (4 Months)
হাতের মুঠো বন্ধ করতে পারবে। বাচ্চার হাতের তালুতে কিছু ছোঁয়ালে সেটা ধরার চেষ্টা করবে। ঘাড় শক্ত হয়ে যায়, সোজা করে শোওয়ালে তাই নিজেই পাল্টি খাবে। পা দিয়ে জিনিস ধাক্কা দিতেও শিখে নেবে!

ধাপে ধাপে শিশুর বিকাশ

#3. ছয় মাস (6 Months)
চিত থেকে উপুড় বা উপুড় থেকে চিত হতে পারবে, ঠেকা দিয়ে অল্প সময়ের জন্য বসতে পারবে, উঁচু করে ধরলে পায়ে ভারও নিতে পারবে। এই বয়সে দুই হাত জড়ো করে খেলতেও শিখে ফেলে সে।

ধাপে ধাপে শিশুর বিকাশ

#4. নয় মাস (9 Months)
হামা দেওয়া শুরু করবে আপনার শিশু। কিছু ধরে দাঁড়ানোর চেষ্টাও করবে। আসন করে, কোনও সাপোর্ট ছাড়াই বসতে শিখে যাবে। হাত মুঠো করবে, হাতের গোড়ায় কিছু পেলে টানাটানিও করবে।

ধাপে ধাপে শিশুর বিকাশ

#5. বারো মাস (12 Months)
অন্য কারও সাহায্য ছাড়াই বসার ভঙ্গি বদলাবে। শিশুরা এই বয়সে দাঁড়াতেও শেখে। হাঁটি হাঁটি পা পা করে একটু এগোতে পারে। আঙুল নাড়াচাড়া করবে, পায়ের উপরও নিয়ন্ত্রণ আসবে অনেক বেশি।

ধাপে ধাপে শিশুর বিকাশ

#6. আঠারো মাস (18 Months)
একা একাই হাঁটতে শিখে যাবে আপনার শিশু, মজা পেলে দৌড়াবেও! হাতে গ্লাস দিলে ধরে জল খেতে পারবে, বাটি-চামচ দিয়ে খাবার দিলে সেটাও একা একাই খেতে পারবে।