জন্মের পর প্রতি মুহূর্তে একটু একটু করে বেড়ে উঠছে একরত্তি ছানাটি। ছোট্ট ছোট্ট হাত-পা ওয়ালা পুতুলটার মধ্যে একটু একটু করে জন্ম নিচ্ছে বোধবুদ্ধি, সজাগ হচ্ছে সব ইন্দ্রিয়গুলি। আর বাচ্চার এই বেড়ে ওঠার প্রত্যেকটা মাইলস্টোন পেরোতে দেখা একজন মায়ের কাছে যে কী আনন্দের অনুভূতি সেটা বলে বোঝানো সম্ভব নয়। যারা নতুন মা হয়েছে, তারা বড্ড বেশি উৎসুক আর উদ্বিগ্ন থাকে তার বাচ্চার বাড়-বৃদ্ধি ঠিকমতো হচ্ছে কি না, তাই ভেবেই। নতুন মায়েদের চিন্তা কমাতেই আজ আমাদের এই প্রতিবেদন। তবে মনে রাখবেন, এই সব পরিবর্তন কিন্তু সব বাচ্চার ক্ষেত্রে এক নাও হতে পারে। আমরা একটা সাধারণ খসড়া বানানোর চেষ্টা করেছি শুধু আপনার জন্য। জন্মের পর থেকে পাঁচ বছর পর্যন্ত কীভাবে হয় শিশুর শারীরিক ও মানসিক বিকাশ, দেখে নিন একনজরে।
#1. ০-৩ মাস (0-3 months)
#2. ৪-৬ মাস (4-6 months)
#3. ৭-১২ মাস (7-12 months)
#4. ১৩-২৪ মাস (13-24 months)
#5. ৩ বছর (3 years)
#6. ৪ বছর (4 years)
#7. ৫ বছর (5 years)