বাচ্চার বেড়ে ওঠার মাইলস্টোন; (০-৫ বছর)

বাচ্চার বেড়ে ওঠার মাইলস্টোন; (০-৫ বছর)

জন্মের পর প্রতি মুহূর্তে একটু একটু করে বেড়ে উঠছে একরত্তি ছানাটি। ছোট্ট ছোট্ট হাত-পা ওয়ালা পুতুলটার মধ্যে একটু একটু করে জন্ম নিচ্ছে বোধবুদ্ধি, সজাগ হচ্ছে সব ইন্দ্রিয়গুলি। আর বাচ্চার এই বেড়ে ওঠার প্রত্যেকটা মাইলস্টোন পেরোতে দেখা একজন মায়ের কাছে যে কী আনন্দের অনুভূতি সেটা বলে বোঝানো সম্ভব নয়। যারা নতুন মা হয়েছে, তারা বড্ড বেশি উৎসুক আর উদ্বিগ্ন থাকে তার বাচ্চার বাড়-বৃদ্ধি ঠিকমতো হচ্ছে কি না, তাই ভেবেই। নতুন মায়েদের চিন্তা কমাতেই আজ আমাদের এই প্রতিবেদন। তবে মনে রাখবেন, এই সব পরিবর্তন কিন্তু সব বাচ্চার ক্ষেত্রে এক নাও হতে পারে। আমরা একটা সাধারণ খসড়া বানানোর চেষ্টা করেছি শুধু আপনার জন্য। জন্মের পর থেকে পাঁচ বছর পর্যন্ত কীভাবে হয় শিশুর শারীরিক ও মানসিক বিকাশ, দেখে নিন একনজরে।

বাচ্চার বেড়ে ওঠার মাইলস্টোন; (০-৫ বছর)

#1. ০-৩ মাস (0-3 months)

  • মা-বাবার আওয়াজ পেলেই হেসে উঠবে। চোখ দিয়ে নজর রাখবে তাঁদের ঘোরাফেরায়।
  • পেটের উপর শুইয়ে দিলে মাথা, ছাতি তোলার চেষ্টা করবে।
  • নিজের হাত-আঙুল নিয়ে খেলতে থাকবে দিনভর।
  • হাত দুটোর কাজ আসলে কী, আবিষ্কার করবে ধীরে ধীরে!
  • অপরিচিত কাউকে পছন্দ হলে হেসে উঠবে তাঁকে দেখেও।

বাচ্চার বেড়ে ওঠার মাইলস্টোন; (০-৫ বছর)

#2. ৪-৬ মাস (4-6 months)

  • আগডুম-বাগডুম, উদ্ভট সব আওয়াজ করবে। আপন মনে খিলখিলিয়ে উঠবে।
  • মা-বাবাকে মাঝেসাঝে নকল করার চেষ্টাও দেখবেন ওর ভিতর।
  • মাথা শক্ত হবে। নিজে থেকেই পাল্টি খেতে, চিত হতে শিখে যাবে।
  • হাত দিয়ে খেলনাপাতি ধরতে চাইবে। সেগুলো এহাত-ওহাত করবে।
  • এভাবেই মুঠি করতেও শিখে যাবে ছোট্ট সোনা!

বাচ্চার বেড়ে ওঠার মাইলস্টোন; (০-৫ বছর)

#3. ৭-১২ মাস (7-12 months)

  • নাম ধরে ডাকলে কলকলিয়ে উঠবে, খেলনা লুকিয়ে দিলে খুঁজে নেবে!
  • হামা দেবে ধীরে ধীরে। বালিশের সাপোর্টে বসতেও পারবে।
  • মা-বাবা বলবে আধো আধো গলায়। সোজা হয়ে দাঁড়াবে।
  • টলমল পায়ে হাঁটবে। একসাথে ৩টে শব্দ বলতে পারবে।
  • আঙুল দিয়ে জিনিস দেখাবে, পছন্দ না হলে হাত থেকে ফেলেও দেবে!

বাচ্চার বেড়ে ওঠার মাইলস্টোন; (০-৫ বছর)

#4. ১৩-২৪ মাস (13-24 months)

  • সাহায্য ছাড়াই হাঁটবে। কাপে করে দুধ/জলও খাবে।
  • অন্তত খান ১৫ শব্দ ঠিক করে বলতে পারবে। হাত কই, পা কই বললে দেখিয়ে দেবে।
  • খেলাধূলায় আগ্রহ বাড়বে। অন্য বাচ্চাদের সাথে খেলতে চাইবে।
  • দৌড়বে, লাফাবে! দুটো শব্দের অর্থপূর্ণ বাক্য বলবে।
  • সহজ নির্দেশ মানবে, যেমন এটা ধরো, ওটা করো ইত্যাদি!

বাচ্চার বেড়ে ওঠার মাইলস্টোন; (০-৫ বছর)

#5. ৩ বছর (3 years)

  • সিঁড়ি চড়তে শিখবে। বল ছুঁড়বে, বল ধরবে।
  • বড় বড় বাক্য বলবে। কী, কেন, কোথায়- এসব প্রশ্ন জাগবে ওর মনে।
  • রং-আকার দেখে জিনিসের পার্থক্য করবে। খেলায় হার-জিতের মানে বুঝে যাবে ও!
  • পটি ট্রেনিং পুরোপুরি হয়ে যাবে এতদিনে। পরিচ্ছন্ন থাকবে।
  • চামচ, কাঁটা-চামচ ধরে গুছিয়ে খেতে পারবে নিজেই।

বাচ্চার বেড়ে ওঠার মাইলস্টোন; (০-৫ বছর)

#6. ৪ বছর (4 years)

  • নতুন নতুন মানুষের সাথে আলাপ জমাবে।
  • গোল্লা, চৌকো আরও নানা আঁকিবুকি কাটবে। লিখতে শিখে যাবে।
  • তিন চাকার সাইকেল-বাইক চালাবে।
  • বন্ধুর নাম বলতে পারবে। বন্ধুকে নিয়ে দু-চার কথা জিজ্ঞেস করলে তা-ও বলে দেবে।
  • স্মৃতিশক্তি তৈরি হবে ওর। গতকাল কী হয়েছিল, মনে করে বলে দেবে!

বাচ্চার বেড়ে ওঠার মাইলস্টোন; (০-৫ বছর)

#7. ৫ বছর (5 years)

  • পুরো নাম বলবে, নামের বানান বলবে। কোথায় থাকে, কোন স্কুলে পড়ছে, সব বলে দেবে।
  • লাফাবে, ঝাঁপাবে, স্কিপিং করবে।
  • মতামত জানাবে। পছন্দের খাবার চাইবে, খেলনা চাইবে! বায়না করবে ও।
  • নিজেই নিজের পোশাক বদলাবে। জুতোর ফিতে বাঁধার কাজটা যদিও এখনও মাকেই করে দিতে হবে।